1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের লক্ষ্য সেমিফাইনাল: স্টিড

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৬:৪৫ পিএম টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের লক্ষ্য সেমিফাইনাল: স্টিড
গ্যারি স্টিড। ফাইল ছবি

ঢাকাঃ সংযুক্ত আরব আমিরাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত  করা  প্রাথমিকভাবে দলের  প্রধান লক্ষ্য জানিয়েছেন  নিউজিল্যান্ডের  প্রধান কোচ গ্যারি স্টিড। 

তিনি বলেন, নিউজিল্যান্ডের প্রাথমিক লক্ষ্য ম্যাচ-বাই-ম্যাচ জয়। আর প্রধান সেমিফাইনালে খেলা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে ছয় আসরের ফাইনালেও উঠতে পারেনি নিউজিল্যান্ড। ২০০৭ ও ২০১৬ সালের সেমিফাইনালে উঠলেও, কখনও শিরোপা লড়াইয়ের শামিল হতে পারেনি কিউইরা। 

আসন্ন আসরেও শিরোপায় চোখ নেই নিউজিল্যান্ডের। তাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল খেলা। 

স্টিড বলেন, ‘আপনি প্রত্যেক টুর্নামেন্টেই অনেক বড় আশা নিয়ে খেলতে যান। প্রত্যকেটা ম্যাচ জেতার আশা করেন এবং এই সাফল্য অর্জন করতে আপনাকে একটি অবস্থানে থাকতে হয়। আমি মনে করি, আমাদের প্রাথমিক লক্ষ্য একটি করে ম্যাচ জেতা। কিন্তু আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল খেলা এবং  আপনি যদি সেমিফাইনালে খেলতে পারেন আপনি জানবেন যে শিরপো জিততে আর মাত্র দু’টি ম্যাচ জেতা বাকি।’

আসন্ন আসরের সুপার-১২তে গ্রুপ-২এ নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ভারত-পাকিস্তান, আফগানিস্তান। সাথে বাছাই পর্ব থেকে আসা দু’দল যোগ হবে। স্টিডের মতে এটা কঠিন গ্রুপ। 

তিনি বলেন, ‘আমরা একটি কঠিন গ্রুপে রয়েছি। আমি মনে করি টুর্নামেন্টের শিরোপা জয়ের  মত  ৬-৭টি দল রয়েছে এবং এটা বিশ্ব ক্রিকেটের জন্য এটি কল্যাণকর।’

২৬ অক্টোবর শারজাহতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে নিউজিল্যান্ড।  

এ বছরের জুনে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলো নিউজিল্যান্ড। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন। একই বছরে আইসিসির দু’টি শিরোপা জয়ের সুযোগ নিউজিল্যান্ডের সামনে। 

আগামীনিউজ/শরিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner