1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

প্রতারণার শিকার রোনালদো, ৩ কোটি টাকা আত্মসাৎ!

খেলা ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ১১:৪৭ পিএম প্রতারণার শিকার রোনালদো, ৩ কোটি টাকা আত্মসাৎ!
ছবিঃ সংগৃহীত

ঢকাঃ রোনালদোর মত বিশ্বসেরা ফুটবলারও প্রতারণার শিকার হলেন! তার কাছ থেকে প্রতারণা করে ২ লাভ ৮৮ হাজার ইউরো আত্মসাৎ করে নিয়েছে একটি ট্রাভেল এজেন্সির এক কর্মী। স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে এ খবর। আত্মসাৎকারী ওই ট্রাভেল এজেন্সির কর্মী একেজন নারী। যার দায়িত্ব ছিল রোনালদোর ক্রেডিট কার্ডের বিবরণ প্রস্তুত করা। তিন বছর ধরে ধীরে ধীরে এই অর্থ সরিয়ে রাখেন তিনি।

রোনালদোর প্রতারণার শিকার হওয়ার এই সংবাদ প্রথম প্রকাশ করে ‘জার্নাল ডি নোটিসিয়াস’ নামে একটি পত্রিকা। তারা জানিয়েছে, প্রতারণা করে আত্মসাৎকৃত এই অর্থ প্রায় ২০০ ট্রিপ থেকে হাতিয়েছেন সেই কর্মী। যে অর্থ সাধারণত রোনালদো নিজে গ্রহণ করেননি।

তবে শুধুমাত্র ম্যানইউ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো একাই নন, তার এজেন্ট হোর্হে মেন্ডেস, খেলোয়াড় ন্যানি এবং ম্যানুয়েল ফার্নান্দেজের অর্থও চুরি করেছেন সেই নারী ট্রাভেল এজেন্সি কর্মী।

৫৩ বছর বয়সী সেই নারী মোট সাড়ে ৩ লাখ ইউরো চুরি করেছেন। ২০১৭ সালেই সেই নারী কর্মী চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। বর্তমানে তিনি তার সাবেক বসসকে মাসিক কিছু অর্থ দিয়ে নিজের দায় শোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner