ঢাকাঃ ১৮ বছর পর পাকিস্তান সফরে এসে ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছিল নিউজিল্যান্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিউইদের বিপক্ষে সিরিজ নিয়ে ছিল রোমাঞ্চিত। তবে নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ড সরকার কিউই দলকে পাকিস্তান সফর বাতিলের নির্দেশ দিয়েছে। নিউজিল্যান্ড সরকার এবং এনজেডসি নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে, সফরটি আর হবে না।
আজ শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু হওয়ার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টসের আগমুহূর্তে সিরিজ বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্তের কথা জানায় নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
তারা জানিয়েছে, নিউজিল্যান্ড সরকার পাকিস্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করায় দলের সঙ্গে থাকা নিরাপত্তা অফিসারের পরামর্শে সিরিজ না খেলে দেশে ফেরার সিদ্ধান্ত নিতে হয়েছে।
সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিক পাকিস্তানের। রাওয়ালপিন্ডিতে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে।
পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলার কথা ছিল নিউজিল্যান্ডের।