1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বায়ার্নে ফের ধরাশায়ী বার্সা, হেরেছে রোনালদোর ম্যানইউও

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৯:৫৭ এএম বায়ার্নে ফের ধরাশায়ী বার্সা, হেরেছে রোনালদোর ম্যানইউও
ছবি: সংগৃহীত

ঢাকাঃ মেসিবিহীন বার্সেলোনার মাঠের পারফর্মেন্স হতাশার। তারা উয়েফা চ্যাম্পিয়নস লীগের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরেছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে ন্যু ক্যাম্পে ই-গ্রুপের এ খেলায় হারের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লীগ শুরু করলো বার্সা। ১৯৯৭-৯৮ মৌসুমের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে হারের স্বাদ পায় তারা। 

বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেয়ান্দোস্কি ছিল আজকের মূল খেলোয়ার। ৩৪ মিনিটে লিরয় সানের অ্যাসিস্ট থেকে স্কোর শিটে নাম তোলে থমাস মুলার। দ্বিতীয়ার্ধে আলোটা কেড়ে নেন রবার্ট লেভানডোভস্কি। ৫৬ মিনিটে জামাল মুসিয়ালার অ্যাসিস্টে বায়ার্নের লিড দ্বিগুন করেন লেভানডোভস্কি। ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন এই পোলিশ স্ট্রাইকার। আর তাতেই ৩-০র বড় হারের লজ্জা পায় বার্সেলোনা।

রাতে অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপ এফ-এর ম্যাচে ইয়াং বয়েস এর আতিথ্য নিয়ে প্রথম লিড নিয়েছিলো ইংলিশ জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগে ইকার ক্যাসিয়াসের সবচেয়ে বেশি ১৭৭ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করার ম্যাচে রোনালদো, ১৩ মিনিটে স্কোর শিটে নাম তুলে এগিয়ে দেন ম্যানইউকে। কিন্তু এরপর আধিপত্য ছিলো সুইজ ক্লাবটির। লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত ম্যানইউর বিপক্ষে ৬৬ মিনিটে মিডফিল্ডার নিকোলাস নামালু গোল করলে সমতায় ফেরে ইয়াং বয়েজ। ম্যাচের ইনজুরি সময়ে স্ট্রাইকার থিওসন সিবাচু ম্যানইউর জালে বল জড়ালে ২-১ গোলের জয় পায় ইয়াং বয়েজ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner