1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মাঝপথে বন্ধ ব্রাজিল-আর্জেন্টিনার খেলা

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০১:৫১ এএম মাঝপথে বন্ধ ব্রাজিল-আর্জেন্টিনার খেলা
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বিশ্বকাপ বাছাইপর্বের সবচেয়ে উত্তেজনাকর ম্যাচটি ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি। চিরপ্রতিদ্বন্দ্বী এই দু’দলের ম্যাচে ঘটে গেলে আরেক কাহিনী। এ যেন সিনেমাকেও হার মানাবে। ম্যাচ শুরুর কয়েক মিনিট পর আর্জেন্টিনার চার ফুটবলারকে ধরতে স্বাস্থ্যকর্মীরা মাঠে ঢুকে পড়লে ঘটে ভিন্ন ঘটনা। বন্ধ হয়ে যায় খেলা।

জানা গেছে, আর্জেন্টিনার চার ফুটবলার- জিওভানি লে চেলসো, ক্রিস্টিয়ান রোমেরো, ক্রিস্টিয়ান বুয়েন্দিয়া এবং এমিলিয়নো মার্টিনেজ কোয়ারেন্টাইন নিয়ম না মেনে খেলতে নেমেছিলেন। মূলত তাদেরকে ঘিরেই এ ঘটনার জন্ম।

মাঠে ঢুকে মার্টিনেজ, রোমেরো ও লো সেলসোকে আটক করতে চাইলেই বাধে বিপত্তি। খেলোয়াড় ও স্বাস্থ্য কর্তাদের মাঝে হাতাহাতির ঘটনাও ঘটে। বন্ধ হয়ে খেলা।

ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সির নির্দেশনা অনুয়ায়ী, ব্রাজিলিয়ান ছাড়া অন্য কেউ ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ব্রাজিলে প্রবেশ নিষিদ্ধ। যাদের ছাড় দেওয়া হয়েছে, তাদের অবশ্যই দেশটিতে আসার পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

কিন্তু এই নিয়ম মানা হয়নি আর্জেন্টিনার স্কোয়াডে থাকা চার ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরোর ক্ষেত্রে। নিয়ম না মানলেও তাদের একাদশে রাখে আর্জেন্টিনা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner