1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

জাতীয় দলে ডাক পেলেন কানাডা প্রবাসী ফুটবলার

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ১২:২৮ পিএম জাতীয় দলে ডাক পেলেন কানাডা প্রবাসী ফুটবলার

ঢাকাঃ আরো এক প্রবাসী ফুটবলার লাল-সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায়। জেমি ডের পছন্দমতো বাফুফে এরইমধ্যে রাহবার খান নামের এক কানাডা প্রবাসী ফুটবলারকে ডেকেছেন। কানাডা থেকে তিনি কিরগিজস্তানে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টে অভিষেক হতে পারে নতুন এই প্রবাসী ফুটবলারের। রাহবাব কানাডার নর্থ টরেন্টো নিট্রোস ক্লাবে খেলেন।

২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল জামাল ভূঁইয়ার। ডেনমার্ক প্রবাসী এই মিডফিল্ডার এখন জাতীয় দলের অধিনায়ক। ইতিমধ্যে লাল-সবুজ জার্সিতে ৫১টি ম্যাচ খেলে ফেলেছেন জামাল ভূঁইয়া।

ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে গত জুনে কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে তিন ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার।

জাতীয় দলের শক্তি বাড়াতে কোচ জেমি ডে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের ওপর নজর রেখেছেন। বসুন্ধরা কিংসের কাতার প্রবাসী ওবায়দুর রহমান ও ইংল্যান্ড প্রবাসী মাহদি ইউসুফ খানের প্রতিও নজর আছে কোচের। যে কারণে, ওই দুই ফুটবলারকে ডাকলে যাতে জাতীয় দলে খেলানো যায়, ফিফার অনুমতিসহ আনুসাঙ্গিক কাজগুলো সেরে রেখেছে বাফুফে।

তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরার ওই দুই ফুটবলার পারফরম্যান্স দিয়ে পুরোপুরি জেমিকে খুশি করতে না পারলেও কানাডা প্রবাসী রাহবাব খানের ম্যাচ ভিডিও দেখেই সরাসরি জাতীয় দলে ডাক দিয়েছেন তিনি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner