1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নাটকীয়তায় ভরা ম্যাচে রিয়াল মাদ্রিদের ড্র

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ১১:৩৭ এএম নাটকীয়তায় ভরা ম্যাচে রিয়াল মাদ্রিদের ড্র

ঢাকাঃ লা লিগায় নাটকীয়তা ভরা ম্যাচে লেভান্তের বিপক্ষে শেষ পর্যন্ত ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই রিয়ালের এগিয়ে যাওয়া, শেষ মুহূর্তে লেভান্তের গোলরক্ষকের লাল কার্ড দেখে মাঠ ছাড়াসহ নান নাটকে ভরা ছিল ম্যাচটি।

রোববার রাতে লেভান্তের ঘরের মাঠে ম্যাচটি ড্র হয় ৩-৩ গোলে। রেফারির বাঁশি বাজার ৫ মিনিট না যেতেই করিম বেনজেমার সহায়তায় লক্ষ্যভেদ করেন গ্যারেথ বেল। বিরতির আগ পর্যন্ত এগিয়ে ছিল লস ব্লাংকোসরাই।

বিরতি থেকে ফিরেই ৪৬ মিনিটে রগার মার্তির গোলে সমতা আনে লেভান্তে। এর ১১ মিনিট না পার হতেই  হোসে কাম্পানার গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। এরপর রিয়ালের ত্রাতা হয়ে আসেন ৫৯ মিনিটে অ্যাডেন হ্যাজার্ডের বদলি হিসেবে নামা ভিনিসিয়াস জুনিয়র।

৭৩ মিনিটে ক্যাসিমোরার সহায়তায় গোল দিয়ে সমতা এনে দেন দলকে। তবে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি সফরকারীরা। ৬ মিনিট পরেই রবার পিয়ের গোল দিয়ে আবারো এগিয়ে দেন লেভান্তেকে। ৮৫ মিনিটে আবারও গোল দিয়ে দলকে সমতায় আনেন ভিনিসিয়স। এবার তার গোলটি আসে বেনজেমার সহায়তায়।

রিয়াল সমতা আনার ২ মিনিট পরেই লাল কার্ড দেখেন লেভান্তের গোলরক্ষক এইতোর ফার্নান্দেজ। বদলি খেলোয়াড় নামানোর সুযোগ না থাকায় গোলরক্ষক হিসেবে দাঁড়ান রুবেন ভেসো। কিন্তু বাকি সময়ে কোনো শটই নিতে পারেনি রিয়াল। শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে ছাড়তে হয় মাঠ।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে লেভান্তে ২ ম্যাচের মধ্যে ২টিতেই ড্র করেছে। ২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান অষ্টম স্থানে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner