1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বার্সা এখন আরও ঐক্যবদ্ধ হবেঃ কোচ

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ১২:০৩ পিএম বার্সা এখন আরও ঐক্যবদ্ধ হবেঃ কোচ

ঢাকাঃ বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান মনে করেন, লিওনেল মেসি পরবর্তী যুগে ক্লাবটির খেলা আরও ঐক্যবদ্ধ হতে পারে বলে। রোববার রাতে নতুন মৌসুমে স্প্যানিশ লা লিগার প্রথম ম্যাচ খেলেছে বার্সেলোনা। ঘরের মাঠের ম্যাচটিতে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়েছে তারা।

দলের জয়ে জোড়া গোল করেছেন ড্যানিশ ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েট। অন্য দুই গোল করেছেন জেরার্ড পিকে ও সার্জি রবার্তো। এছাড়া মেমফিস ডিপাই, ফ্রেংকি ডি ইয়ং, জর্দি আলবারাও দিয়েছেন নিজেদের সেরা পারফরম্যান্স। সবমিলিয়ে দলগত পারফরম্যান্সেই মেসিবিহীন যুগের প্রথম জয় পেয়েছে কাতালানরা।

জয়ের পর স্বাভাবিকভাবেই মেসির প্রসঙ্গ উঠে আসে কোম্যানের সামনে। তিনি মনে করেন, মেসি না থাকায় দলের শক্তি কমেছে ঠিকই। তবে এখন আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ হয়ে খেলতে পারে তার দল।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমে বার্সা কোচ বলেছেন, ‘আমি মনে করি, আমাদের খেলা এখন আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ হতে পারে। তবে আমি সবসময়ই মেসিকে দলে চাইব। কিন্তু আমাদের দলে এখন সে নেই। তাই আমাদের খেলা আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে।’

এসময় দলের খেলোয়াড়দের প্রশংসা করে কোম্যান বলেছেন, ‘মেমফিস দারুণ একটি ম্যাচ খেলেছে, অসাধারণ এসিস্ট করেছে। সে সবসময়ই কিছু না কিছু করে। ব্রাথওয়েট পেশাদারিত্বের নজির স্থাপন করছে। সবসময় দলের জন্য খেলে এবং নিজেকে আরও উন্নত করে। তার গতি দারুণ এবং থামানো খুব কঠিন।’

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner