1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

যা থাকছে বায়োবাবলে: নিউজিল্যান্ড পাচ্ছে বিশেষ সুবিধা

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০৩:২৯ পিএম যা থাকছে বায়োবাবলে: নিউজিল্যান্ড পাচ্ছে বিশেষ সুবিধা

ঢাকা: সদ্য সমাপ্ত হওয়া অস্ট্রেলিয়া সিরিজের বায়োববাবল নিয়ে আলোচনা-সমালোচনা ছিল চতুর্দিকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার নানা শর্তের কারণেই মূলত সব আলোচনা। এবার আসছে নিউ জিল্যান্ড। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে তারা।

কিউইদের সফরে বায়োবাবল কেমন হবে? তারাও কী অস্ট্রেলিয়ার মতো সুবিধা পাবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী কে মুঠোফোনে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মতো নিউ জিল্যান্ডও একই সুবিধাই পাবে। বিসিবি চেষ্টা করছে অস্ট্রেলিয়া সিরিজের মতো বায়োবাবলের ধারা বজায় রাখতে।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিমান থেকে নেমেই সরাসরি টিম হোটেলের বাসে উঠেছিল। তারা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে চায়নি। চার্টার্ড ফ্লাইটে আসায় বিসিবিও তা মেনে নিয়ে সেভাবেই ব্যবস্থা করে। তবে নিউ জিল্যান্ড ক্রিকেট দলকে অতিক্রম করতে হবে বিমান বন্দর। তারপর বাসে উঠতে হবে।

বাণিজ্যিক ফ্লাইটে আসায় তাদের জন্য রানওয়ে থেকে বাসের ব্যবস্থা হচ্ছে না। তবে বিমানবন্দরে তাদের দাঁড়াতে হবে না। সরাসরি বেরিয়ে বাসে উঠবেন কিউইরা। তাদের জন্য বিশেষ ইমিগ্রেশনের ব্যবস্থা করছে ক্রিকেট বোর্ড।

‘নিউ জিল্যান্ড বিমান থেকে নেমেই বাসের সুবিধা পাচ্ছে না। বাণিজ্যিক ফ্লাইটে আসায় এমনটা হচ্ছে। তবে বিশেষ ইমিগ্রশনের কারণে তাদের বিমানবন্দরের ভেতরে কোথাও দাঁড়াতে হবে না। বেরিয়ে এসে টিম বাসে উঠবে’-এভাবেই বলেছেন দেবাশীষ চৌধুরী।

অস্ট্রেলিয়ার মতো নিউ জিল্যান্ডের জন্যও পুরো হোটেল ভাড়া নেবে বিসিবি। পরিপূর্ণ আইসোলেশনে থাকবে সিরিজ শেষ করে টিম হোটেল ত্যাগ করা অব্দি।  তবে পুল-জিম কোন দল কীভাবে ব্যবহার করবে এখনো পরিষ্কার না। এ ছাড়াও মাঠে-মাঠের বাইরে অস্ট্রেলিয়া দলকে দেওয়া সুবিধাগুলো এই সিরিজেও বলবৎ থাকবে।

বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজে যেমন বায়োবাবল ছিল নিউ জিল্যান্ড সিরিজেও তা থাকছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ভাইরাস থেকে সুরক্ষিত রেখে সিরিজ আয়োজনের জন্য।‘

উল্লেখ্য অস্ট্রেলিয়া সিরিজে খেলাচলাকালীন বল গ্যালারিতে গেলে নতুন বল দেওয়া, দল যতক্ষণ মাঠে থাকবে ততক্ষণ ম্যাচ অফিসিয়ালরা ছাড়া কেউ না থাকা, বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোসহ নান শর্ত ছিল। এখন পর্যন্ত সিদ্ধান্তনুযায়ী কিউইদের বিপক্ষেও এসব বলবৎ থাকবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner