1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

টি-টোয়েন্টির ইতিহাসে যে রেকর্ডের মালিক এখন শুধু সাকিব

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ১২:৪৭ এএম টি-টোয়েন্টির ইতিহাসে যে রেকর্ডের মালিক এখন শুধু সাকিব
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে বিরল এক রেকর্ড গড়েছেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রান ও ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন তিনি। তার আগে কেউই এই রেকর্ডে নাম লেখাতে পারেননি।

অজিদের বিপক্ষে সোমবার (৯ আগস্ট) পঞ্চম ম্যাচে ১১ রান করে আউট হন সাকিব। ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে তার মোট রান দাঁড়ায় ১৭০৭। পরে বল হাতে সাকিব নেন চার উইকেট। টি-টোয়েন্টিতে তার মোট উইকেট এখন ১০২টি। অনন্য এই রেকর্ডে নাম লেখাতে তিনি খেলেছেন ৮৪ ম্যাচ।

স্পিনার হিসেবে তার কীর্তি আরও বড়। বিশ্বের প্রথম স্পিনার হিসেবে এই ফরম্যাটে ১০০ উইকেটের মালিক হলেন সাকিব। বোলার সাকিবের রেকর্ডের চেয়ে অলরাউন্ডার সাকিবের রেকর্ডটি আরও বড়। টি-টোয়েন্টি ইতিহাসের একমাত্র অলরাউন্ডার হিসেবে ১০০ উইকেট ও ১ হাজার রানের মাইলফলক গড়েছেন তিনি।

এই রেকর্ডে সাকিবের ধারে কাছেও কেউ নেই। ৯৮ উইকেট ও ১ হাজার ৪১৬ রানের মালিক শহীদ আফ্রিদি ক্রিকেট ছেড়েছেন বেশ আগে। ডোয়াইন ব্রাভো ও মোহাম্মদ নবীর ১ হাজার রানের বেশি থাকলেও তারা ৮০ উইকেটের গন্ডি পেরোতে পারেননি। উইন্ডিজ অলরাউন্ডার ব্রাভো ৭৬ ও নবী ৭২ উইকেটের মালিক। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে সাকিবের উইকেট ছিল ৯৫টি। তার ৫ উইকেটের অপেক্ষা প্রথম চার ম্যাচে ফুরায়নি। প্রথম তিন ম্যাচে একটি করে উইকেট নেওয়া সাকিব চতুর্থ ম্যাচে ছিলেন উইকেটশূন্য। শেষ টি-টোয়েন্টিতে কেবল অপেক্ষাকেই ছুটিতে পাঠালেন না তিনি, একশর গন্ডি পেরিয়ে সাকিব এখন ১০২টি টি-টোয়েন্টি উইকেটের মালিক। 

বাংলাদেশের হয়ে ৮৪ টি-টোয়েন্টি খেলা সাকিব ১ হাজার ৭১৮। বল হাতে ১০২ উইকেট নিয়ে বিশ্ব টি-টোয়েন্টিতে দুই নম্বরে তিনি। ১০৭ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা সবার উপরে। ৯৯ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি আছেন তিন নম্বরে। ৯৮ উইকেটের মালিক শহীদ আফ্রিদি চারে এবং ৯৫ উইকেট নিয়ে রশিদ খান রয়েছেন পাঁচ নম্বরে।

স্পিন ঘূর্ণিতে অজিদের পথ ভুলিয়ে দেওয়া সাকিব ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। সিরিজ সেরার পুরস্কার উঠেছে তার ঝুলিতে। মিরপুরে ধীর গতির উইকেটে দুই দলের কোনো ব্যাটসম্যানই সেভাবে রান করতে পারেননি। তাই পাঁচ ম্যাচে ২২.৮০ গড়ে ১১৪ রান করেই দুই দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব। পাঁচ ম্যাচে সাকিবের উইকেট ৭টি। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামও ৭টি করে উইকেট নিয়েছে। ৮ উইকেট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়ার পেসার জন হ্যাজেলউড। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner