1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মেসির বিদায়ঃ রোনালদোর ক্লাবকে হারালো বার্সা

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৯:২০ এএম মেসির বিদায়ঃ রোনালদোর ক্লাবকে হারালো বার্সা

ঢাকাঃ আর্জেন্টাইন সুপারস্টার নিওনেল মেসি রবিবার স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন। লিওনেল মেসির বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর প্রথম মাঠে নেমে কাঙ্ক্ষিত জয় পেয়েছে বার্সেলোনা। ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসকে হারিয়ে জিতে নিয়েছে জুয়ান গাম্পের ট্রফি।

ক্যাম্প নউয়ে রবিবার প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের শেষ ম্যাচটি ৩-০ গোলে জিতেছে রোনান্ড কুমানের দল। মেমফিস ডিপাই দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট। শেষ দিকে তৃতীয় গোলটি করেন রিকি পুস।

ম্যাচ শুরু হতেই দলকে এগিয়ে নেন মেমফিস। ইউসুফ দেমিরের পাস পেয়ে ডি-বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন ডাচ এই ফরোয়ার্ড।

৫৭তম মিনিটে মেমফিসের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট। আগের ম্যাচে রেড বুল সালসবুর্কের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের দিনে দলের একমাত্র গোলটিও করেছিলেন ডেনমার্কের এই ফরোয়ার্ড।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে ব্যবধান আরও বাড়ান বদলি নামা রিকি পুস।

প্রথমার্ধে গোলের উদ্দেশে দুটি শট নেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিরতির পর আর মাঠে নামায়নি জুভেন্টাস। বল দখলে পিছিয়ে থাকা দলটি অনেক চেষ্টা করেও পারেনি খুব বেশি নিশ্চিত সুযোগ তৈরি করতে।

প্রাক-মৌসুমে পাঁচ ম্যাচে এই নিয়ে চারটিতে জিতল বার্সেলোনা। একমাত্র হার ওই সালসবুর্কের বিপক্ষে।

এবার পালা আসল লড়াইয়ের। আগামী ১৫ আগস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে গতবার তৃতীয় হওয়া বার্সেলোনা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner