1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ফের অলিম্পিকে কুখ্যাত ঘটনাঃ বক্সিংয়ে প্রতিপক্ষের কানে কামড়!

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ০৩:২৫ পিএম ফের অলিম্পিকে কুখ্যাত ঘটনাঃ বক্সিংয়ে প্রতিপক্ষের কানে কামড়!

ঢাকাঃ ২৪ বছর আগে বক্সিং লড়াইয়ে এক কুখ্যাত ঘটনার জন্ম দিয়েছিলেন মাইক টাইসন। লড়াইয়ের একপর্যায়ে তিনি কামড়ে ধরেছিলেন প্রতিপক্ষ ইভান্দার হলিফিল্ডের কান।

টোকিও অলিম্পিকেও তেমন এক ঘটনার জন্ম দিলেন মরক্কোর ইউনেস বাআল্লা। অলিম্পিকের বক্সিং ম্যাচে তিনিও প্রতিপক্ষের কানে কামড় বসিয়ে দিয়েছেন।

হেভিওয়েট লড়াইয়ে বাআল্লার প্রতিপক্ষ ছিলেন নিউজিল্যান্ডের ডেভিড নাইয়িকা। ১৬ রাউন্ডের এই ম্যাচে কোনও পয়েন্ট না পেয়ে হেরেছেন মরক্কোয়ান বক্সার।

তবে হারের সঙ্গে তিনি ম্যাচ থেকে বহিষ্কারও হয়েছেন। কারণ লড়াইয়ের সময় তিনি কামড়ানোর জন্য বারবার প্রতিপক্ষের কানের কাছে মুখ নিয়ে যাচ্ছিলেন। এক ভিডিওতে দেখা যায়, বাআল্লা বেশ কয়েকবার নাইয়িকার কানে কামড় বসিয়েছেন।

তার এই আচরণ লক্ষ্য করেন রেফারি। যার কারণে ম্যাচ থেকে বহিষ্কার করা হয় বাআল্লাকে এবং ৫-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হয় নাইয়িকাকে।

পরে নাইয়িকা বলেন, ‘সে পুরোপুরি কামড় দিতে পারেনি। তার মুখে গার্ড থাকায় এবং আমি ঘামতে থাকায় ভাগ্যগুণে বেঁচে গেছি।’

তিনি আরও বলেন, ‘আমি তাকে কী বলেছি মনে নেই। তবে আমি তার গালে আঘাত করেছি।’

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner