1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৪১ রান

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৫:২১ পিএম সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৪১ রান
ছবিঃ সংগ্রহিত

ঢাকাঃ ওয়ানডে সুপার লিগের হিসাব বদলে দিয়েছে পঞ্চাশ ওভারের ক্রিকেট কাঠামো। ঝুঁকি আছে জেনেও তুলনামূলক দুর্বল দল জিম্বাবুয়ের সঙ্গে ‘ম্যানেজ করে’ খেলছেন বাংলাদেশ দলের একদিনের ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল। আইসিসির নিয়ম অনুযায়ী তিন ম্যাচের সিরিজে প্রতিটি ম্যাচ জয়ী দল পাবে ১০ পয়েন্ট করে। সে হিসাবে ৩০ পয়েন্টের লক্ষ্যে সিরিজের প্রথম ম্যাচ জিতে আগেই ১০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ দল। আজ (রোববার) সিরিজ জয়ের সঙ্গে আরও ১০ পয়েন্টের জন্য তামিমদের প্রয়োজন ২৪১ রান।

এই ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। অন্যদিকে সিরিজ বাঁচিয়ে রাখতে ম্যাচটা জিততেই হবে স্বাগতিকদেরকে।

এমন ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। সকালের উইকেটের সুবিধা নিয়ে ১ম ওভারেই স্বাগতিক ওপেনার তিনাসে কামুনহুকামউইকে ফেরান তাসকিন আহমেদ।

আরেক ওপেনার মারুমানিকে দলীয় ৩৩ রানে সরাসরি বোল্ড করেন মেহেদি মিরাজ।

এরপর রেজিস চাকাভাকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন অধিনায়ক ব্রেন্ডন টেইলর। ২৬ রান করা চাকাভাকে বোল্ড করে সাজঘরে পাঠান সাকিব আল হাসান।

ফিফটির পথে এগোতে থাকা ব্রেন্ডন টেইলরকে ব্যক্তিগত ৪৬ রানে আউট করেন পেসার শরিফুল ইসলাম।

তবে স্বাগতিকদের মিডল অর্ডার নিজেদের সামর্থ্যের জানান দেয়। মেয়ার্সের ৩৪, মাধভেরের ৫৬ আর দীর্ঘদিন পর দলে ফেরা সিকান্দার রাজার ৩০ রানে দুইশ’ পেরোয় স্বাগতিকরা।

তবে শেষের ৩১ রানে জিম্বাবুয়ের ৪ উইকেট তুলে নিয়ে তাদের রানের লাগাম টেনে ধরেন শরিফুল-সাইফউদ্দিনরা।
ক্যারিয়ার সেরা বোলিং করে ৪৬ রান খরচায় ৪ উইকেট তুলে নেন শরিফুল।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner