ঢাকাঃ বিশ্ব টেস্ট ফাইনালে ধারাভাষ্য দিয়ে মন জয় করেলেও ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজে হঠাৎ-ই সমালোচনার মুখে পড়েন দীনেশ কার্তিক। তার বিরুদ্ধে নারীবিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠেছে।
জীবনে প্রথম বার ধারাভাষ্যকারদের বক্সে মাইক হাতে নিয়েছেন কার্তিক। প্রথম পরীক্ষাতেই পাশ করে গিয়েছেন তিনি। কার্তিকের বুদ্ধিদীপ্ত এবং বিশ্লেষণাত্মক ধারাভাষ্যের প্রশংসা করেছেন প্রত্যেকে। পাল্টা টুইট করে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন কার্তিকও।
এখন তিনি ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন। সেখানেই ব্যাটের গুণাগুণ বিশ্লেষণ করতে গিয়ে নারীবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠেছে।
কার্তিক বলেছেন, ‘ব্যাটসম্যান এবং তাদের ব্যাট পছন্দ না হওয়া-এটা যেন হাতে হাত ধরে চলে। বেশিরভাগ ব্যাটসম্যানেরই নিজেদের ব্যাট পছন্দ নয়। তাদের সব সময় অন্যের ব্যাট ভাল লাগে। ভাল ব্যাট হল প্রতিবেশীর স্ত্রীর মতো। তাদের সব সময় ভাল লাগে।’
এরপরেই চটেছেন অনুরাগীদের একাংশ। কেউ লিখেছেন, ‘তোমার গলা শুনতে ভাল লাগে। বিশ্লেষণও ভাল। কিন্তু নারীবিদ্বেষী মন্তব্যের থেকেও ভাল কিছু তোমার থেকে প্রত্যাশা করেছিলাম’। অরুন্ধতী নামে একজন লিখেছেন, ‘এরকম নারীবিদ্বেষী মন্তব্য করার পরেও কার্তিকের প্রশংসা করা হয় কী করে?’