1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শ্রীলঙ্কার সহজ হারে ইংল্যান্ডের সিরিজ শুরু

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জুন ৩০, ২০২১, ১০:১৮ এএম শ্রীলঙ্কার সহজ হারে ইংল্যান্ডের সিরিজ শুরু

ঢাকাঃ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে ইংলিশরা। মঙ্গলবার ১৫.১ ওভার হাতে রেখে পাওয়া জয়ে চেষ্টার লি স্ট্রিটে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক দল।

চেস্টার লি স্ট্রিটে টস হেরে ব্যাট করতে নেমে নবম ওভারে ৪৬ রানের মধ্যে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। কুশলের সঙ্গে হাসারাঙ্গা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু তাদের ৯৯ রানের জুটি ভাঙার পর ৪০ রানের ব্যবধানে শেষ সাত উইকেট হারায় সফরকারীরা। যার ফলে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ১৮৫ রানে।

কুশল ৮১ বলে ৭ চারে ৭৩ রানের অধিনায়কোচিত ব্যাটি করেন। হাসারাঙ্গার ব্যাট থেকে আসে দ্বিতীয় সেরা ৫৪ রান। তাদের পর কেবল চামিকা করুণারত্নে দুই অঙ্কের ঘরে রান করেছেন, ১৯ রানে অপরাজিত ছিলেন তিনি। মাত্র ১৮ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার পেসার ওকস। উইলি ৩ উইকেট নেন ৪৪ রানে। শ্রীলঙ্কার শেষ দুই ব্যাটসম্যান হন রান আউট।

১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে  নেমে ঝড় তোলেন জনি বেয়ারস্টো। উদ্বোধনী জুটিতে তারসঙ্গে ছিলেন লিয়াম লিভিংস্টোন। মাত্র ৪.৫ ওভারে ৫৪ রান আসে, যাতে মাত্র ৯ রান করে অবদান রাখেন লিভিংস্টোন। ২১ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৩ রান করে বিদায় নেন বেয়ারস্টো।

৮০ রানে ইংল্যান্ড ৪ উইকেট হারানোর পর হাল ধরেন জো রুট। ২৩তম ওভারে হাসারাঙ্গার বলে তিনটি রান নিয়ে ৬ হাজার ওয়ানডে রানের মালিক হন তিনি। ক্যারিয়ারের ১৫০তম ওয়ানডেটা রুট রাঙান ৫৮ বলে ২ চারে ৩৪তম ফিফটি হাঁকিয়ে। পঞ্চম উইকেটে তার সঙ্গে দলকে জয়ের বন্দরে নেওয়ার পথে ছিলেন মঈন আলী। কিন্তু তাকে বিদায় করে ৯১ রানের জুটি ভাঙেন চামিরা। ২৮ রান করেন মঈন। এরপর স্যাম কারানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রুট। ৮৭ বলে চারটি চারে ৭৯ রানে অপরাজিত ছিলেন তিনি। কারান জয়সূচক চার মেরে অপরাজিত ছিলেন ৯ রানে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner