1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রোনালদোর পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৮:৪৯ এএম রোনালদোর পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

ঢাকাঃ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালকে বিদায় করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম।

থোরগান হ্যাজার্ডের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রায় আড়াই বছর ধরে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়াম।

রবিবার রাতে সেভিয়ার লা কার্তুহায় শেষ ষোলোর ম্যাচে বেলজিয়াম ১-০ গোলে হারায় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে।

এদিন শিরোপা ধরে রাখার মিশনে নেমে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি অবশ্য পায় পর্তুগাল। খেলার পঞ্চম মিনিটে ফাঁকায় বল পেয়ে ডি-বক্সে ঢুকে দিয়োগো জটা যে শটটি নিলেন তা লক্ষ্যের ধারেকাছেও ছিল না।

এরপর ২৫তম মিনিটে রোনালদোর দ্রুত গতির ফ্রি-কিক ঝাঁপিয়ে ফেরান বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া।

রক্ষণাত্মক খেলা বেলজিয়াম ৪২তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই লিড নেয়। তমা মুনিয়ের পাস থেকে বাঁপাশের ডি-বক্সের বাইরে পেয়ে বুলেট গতির শট নেন থোরগান হ্যাজার্ড। আর সেখান থেকেই বল সামান্য বাঁক নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেয়।

বিরতি থেকে ফিরে এসে ৫৮তম মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ আসে পর্তুগালের। তবে সিআর সেভেনের পাস পেনাল্টি স্পটের খুব কাছে পেয়ে উড়িয়ে মারেন লিভারপুল ফরোয়ার্ড জটা। অপরদিকে আরও দুটি সুযোগ পেয়েও গোলে পরিণত করতে পারেনি পর্তুগাল।

সারা ম্যাচে অন্তত ২৩ বার গোলের উদ্দেশ্যে শট নিয়েছে পর্তুগাল। যার মধ্যে লক্ষ্য বরাবর ছিল ৬টি শট। কিন্তু একটিতেও মেলেনি গোল। এতে প্রায় ৩২ বছর পর মুখোমুখি লড়াইয়ে বেলজিয়ামের কাছে হারল পর্তুগাল।

সেমিতে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের প্রতিপক্ষ টানা ৩১ ম্যাচ ধরে অপরাজিত থাকা ইতালি। আগামী বুধবার দিবাগত রাতে হবে ম্যাচটি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner