1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ভারত তাই করে দেখাচ্ছে, অস্ট্রেলিয়াও যা পারেনিঃ ইনজামাম

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ২৮, ২০২১, ১২:৩১ পিএম ভারত তাই করে দেখাচ্ছে, অস্ট্রেলিয়াও যা পারেনিঃ ইনজামাম

ঢাকাঃ আগামী মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে ভারতের একটি দল। প্রায় একই সময়ে আয়োজিত হতে চলেছে বহু প্রতীক্ষীত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই ঘটনায় চমকে গেছেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান ইনজামাম উল হক। পাকিস্তানি এই কিংবদন্তি ভারতের এই দলের সঙ্গে স্বর্ণযুগের তুলনা টেনেছেন। এমনকি, এখনের ভারতকে কিছুটা এগিয়েই রেখেছেন তিনি।

ইনজামাম উল হকের মতে, একই সময়ে একই দেশের দুইটি দল আলাদা আলাদা সিরিজ খেলবে এমন নজির নেই। ১৯৯৫ থেকে ২০০৫ কিংবা ২০১০ পর্যন্ত যে অস্ট্রেলিয়া দল রাজত্ব করে গেছে, তারা চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া 'এ' এবং অস্ট্রেলিয়া 'বি' নামে দুটো দল খেলানোর কিন্তু অনুমতি পায়নি। কিন্তু ভারত সেই অনুমতি পেয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবেন ভারতের সেরা তারকারা। তবে শ্রীলঙ্কা সফরে যে দল যাচ্ছে, সেই দলও যথেষ্ট শক্তিশালী। শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমারের মতো তারকারা থাকবেন সেই দলে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner