1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বাংলাদেশের অভিজ্ঞতার কাছেই হেরেছিঃ শ্রীলংকা

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০২১, ১১:০৪ এএম বাংলাদেশের অভিজ্ঞতার কাছেই হেরেছিঃ শ্রীলংকা

ঢাকাঃ বাংলাদেশ সফরে আসার আগে লঙ্কান ক্রিকেট দলের জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল দলে করুনারত্নে, ম্যাথুজ, চান্দিমালের মতো সিনিয়র ক্রিকেটারদের না থাকা। ভবিষ্যৎ পরিকল্পনায় এই সফরে তারুণ্যনির্ভর দল পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) । ওই তুলনায় পূর্ণ শক্তির দল নিয়ে খেলেছে বাংলাদেশ।

মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের কাছে ৩৩ রানে হেরেছে সফরকারী শ্রীলঙ্কা। এই পরাজয়ের পেছনে অবশ্য দুই দলের ‘অভিজ্ঞতাকে’ বড় করে দেখছেন লঙ্কান দলের অধিনায়ক কুশল পেরেরা।

তামিম, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহর পাশাপাশি অভিজ্ঞ হিসেবে ছিলেন মুস্তাফিজ, লিটন, মেহেদীরা। অন্তত ম্যাচ শেষে দুই দলের মধ্যে ওই অভিজ্ঞতাই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। মুশফিক, মাহমুদউল্লাহ, তামিমের মতো যে লঙ্কানদের কেউ দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি।

ম্যাচ শেষে সেটিই বললেন কুশল পেরেরা।

‘পরাজয়ে কখনোই ভালোলাগা কাজ করে না। তবে এখান থেকে ইতিবাচক অনেক কিছু নেওয়ার আছে বলে মনে করি। বোলাররা তাঁদের নির্দিষ্ট এরিয়া অনুযায়ী বল করতে পেরেছে। ব্যাটিংয়ের কথা বললেন, ওয়ানিন্দু (হাসারাঙ্গা) দারুণ ব্যাট করেছে। তাঁদের দলে অভিজ্ঞতাসম্পন্ন বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছে। ওই তুলনায় আমাদের বোলারদের তেমন অভিজ্ঞতা ছিল না। তবুও ২৫৭ রানে তাঁদের (বাংলাদেশ) আটকানোকে অবশ্যই ইতবাচক দিক বলবো।’

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner