1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

‘সমালোচনার গুরুত্ব নেই’ মিসবাহর কাছে

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২১, ০১:২০ পিএম ‘সমালোচনার গুরুত্ব নেই’ মিসবাহর কাছে

ঢাকাঃ সাবেক অধিনায়ক মিসবাহ এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। সম্প্রতি দারুণ ফর্মে রয়েছে তার দল। সাফল্যও ধরা দিচ্ছে নিয়মিত। এতে চাকরি হারানোর শঙ্কা কমেছে, সাথে যেন মুখের কথার খই ফুটেছে। সাফ জানিয়ে দিলেন, সমালোচকদের কথা শোনার কোনো সময়ই নেই তার!

পাকিস্তান দোলে বিভাজন সৃষ্টি, পরীক্ষিত পারফর্মারদের মূল্যায়ন না করা, প্রভাব খাটানোসহ নানা অভিযোগ আছে মিসবাহর নামে। তিনি অবশ্য জানালেন, নিজের মত কাজ করে যাবেন আগামী দিনগুলোতেও। এমনকি নিজের চাকরির স্থায়িত্ব নিয়েও ভাবনা কিংবা দুর্ভাবনা নেই বলে জানালেন মিসবাহ।

বলা হয়ে থাকে, পৃথিবীতে কোচদের চাকরির স্থায়িত্ব সবচেয়ে কম! আজ আছে তো কাল নেই। তবে বিষয়টি খাটছে না মিসবাহ উল হকের ক্ষেত্রে। পাকিস্তান জাতীয় দলের কোচ হিসেবে বারবার সমালোচনার তীরে বিদ্ধ হলেও কোচের চাকরি হারাতে হচ্ছে না তাকে।
তিনি বলেন, ‘সমালোচকদের কথার গুরুত্ব নেই আমার কাছে। আমরা শুধু কাজ করতে পারি আর চেষ্টা করতে পারি। ফলাফল কী হবে তা আমাদের হাতে নেই। নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবিনি এখনও, আর ভাবতেও চাই না।’

বিগত কয়েক মাস পাকিস্তানের জাতীয় দলে হয়েছে অনেক পরীক্ষা-নিরীক্ষা। সিনিয়র ক্রিকেটারদের মূল্যায়ন কিছুটা কমানো হয়েছে এই সময়ে। তরুণরাও যে নিয়মিত ভালো করছেন এমনও নয়। সব মিলিয়ে দলে পারফর্মারের সংখ্যা নগণ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিষয়টি ভাবিয়ে তুলছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।’

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner