1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ঘরের মাঠেই নাস্তানাবুদ রোনাল্ডোরা

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০২১, ১১:৪৫ এএম ঘরের মাঠেই নাস্তানাবুদ রোনাল্ডোরা

ঢাকাঃ এবারের মৌসুমে শিরোপা হাতছাড়া হয়ে গেছে জুভেন্টাসের। বর্তমান চ্যাম্পিয়নদের হটিয়ে দীর্ঘ ১১ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিলান।

যদিও দলগুলোর খেলা এখনও গুরুত্বপূর্ণ। বাকি খেলাগুলো জিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে মত্ত দলগুলো।

আর সেই লড়াইয়ে ঘরের মাঠে এসি মিলানের কাছে নাস্তানাবুদ হয়েছে রোনাল্ডোর জুভেন্টাস। মিলানের কাছে পাত্তাই পাননি জুভিরা।

জুভেন্টাসের জালে তিনবার বল জড়াতে সক্ষম হয় মিলান। কিন্তু একটি গোলও শোধ করতে পারেনি জুভেন্টাস।

অর্থাৎ আলিয়াঞ্জ স্টেডিয়ামে রোববার রাতে আন্দ্রে পিরলোর দলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্তেফানো পিওলির দল। একটি করে গোল করেন ব্রাহিম দিয়াস, আন্তে রেবিচ ও ফিকায়ো তোমোরি।

ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে প্রথম গোলটি করেন ব্রাহিম দিয়াজ। ফ্রি-কিক পাঞ্চ করে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি তুরিনের গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে হুয়ান কুয়াদরাদোর বাঁধা এড়িয়ে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড।

৩-০ তে এগিয়ে যায় মিলান। একটি গোলও শোধ করতে পারেনি জুভেন্টাস।

এই হারের পর ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে গেছে রোনাল্ডোর জুভেন্টাস। সমান ম্যাচে এসি মিলানের ৭২ পয়েন্ট। পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে গেছে তারা।

অন্য ম্যাচে পার্মার বিপক্ষে ৫-২ গোলে জেতা আতালান্তারও ৭২ পয়েন্ট, গোল পার্থক্যে তারা আছে দুইয়ে। ৮৫ পয়েন্ট নিয়ে চূড়ায় ইন্টার। ৭০ পয়েন্ট নিয়ে চারে আছে নাপোলি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner