1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

করোনা আক্রান্ত হওয়ায় ভারতেই থাকতে হচ্ছে সাইফার্টকে

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ৮, ২০২১, ১২:০০ পিএম করোনা আক্রান্ত হওয়ায় ভারতেই থাকতে হচ্ছে  সাইফার্টকে

ঢাকাঃ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্সের সদস্য। চলতি আসরে একটি ম্যাচেও একাদশে থাকার সুযোগ পাননি তিনি। আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পরে চার্টার্ড ফ্লাইটে করে নিউজিল্যান্ডের অন্যান্য সদস্যদের সাথে তারও দেশে ফিরে যাওয়ার কথা ছিল, যেহেতু তিনি জাতীয় দলের টেস্ট স্কোয়াডে নেই। কিন্তু এখনই বহরের সাথে দেশে ফেরা হচ্ছে না তার। কারণ জৈব সুরক্ষা বলয় ছাড়ার আগে সাইফার্টের করোনা পরীক্ষা করিয়ে ফলাফল পজিটিভ এসেছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেওয়া নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে যারা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন তারা উড়াল দিবেন ইংল্যান্ডে এবং বাকিরা ফিরে যাবেন নিজ দেশে। কিন্তু বর্তমানে কোনোটাই করা হচ্ছে না কিউই ব্যাটসম্যান টিম সাইফার্টের।

গত ১০ দিনে ৭ বার কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসার পরেও শেষের দুই বার পজিটিভ এসেছে সাইফার্টের। করোনার কিছু উপসর্গও আছে তার। ফলে এখন তাকে আহমেদাবাদে আইসোলেশনে রাখা হয়েছে। তবে সেখান থেকে স্থানান্তর করে চেন্নাইয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। চেন্নাই সুপার কিংসের কোচ ও সাবেক অজি ক্রিকেটার মাইক হাসি যেই হাসপাতালে ভর্তি আছেন সেখানেই চিকিৎসার জন্য পাঠানো হবে সাইফার্টকে। আইসোলেশন ও উন্নত চিকিৎসার কথা চিন্তা করেই তাকে স্থানান্তর করা হবে।

নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সাইফার্টের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তার ফলাফল নেগেটিভ আসলেই তাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করতে হবে। তার আগেই নিউজিল্যান্ডের বাকি ক্রিকেটাররা চার্টার্ড ফ্লাইটে করে ভারত ছাড়বেন।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner