1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

লাঞ্চের পর শ্রীলঙ্কার প্রতিরোধ

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১, ০২:০৪ পিএম লাঞ্চের পর শ্রীলঙ্কার প্রতিরোধ
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলংকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। প্রথম দিন হতাশায় কাটালেও দ্বিতীয় দিন প্রথম সেশনটা অন্য রূপে ধরা দিয়েছে টাইগাররা। রান আটকে রাখার পাশাপাশি তিন উইকেট তুলে নিয়েছে মুমিনুল হকের দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ৩৬৯ রান। ওশাডা ফার্নান্দো ৭৮ ও পাথুম নিশাংকা ২১ রানে ব্যাট করছেন।

এক উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল লংকানরা। অর্থাৎ দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৬ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৪৩ রান দিয়েছে বাংলাদেশ। যা এক কথায় দুর্দান্ত।

আগের দিনের সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নে এদিন ইনিংস বড় করার দিকেই মনোযোগী ছিলেন। তবে দিনের এক ঘণ্টা পেরোতেই তাসকিনের বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

আউট হওয়ার আগে ১৪০ রান করেন থিরিমান্নে। তার জায়গায় নামা ম্যাথিউস রানের খাতা খোলার আগে তৃতীয় বলেই কট বিহাইন্ড হয়েছিলেন। তবে বাংলাদেশের কেউ আবেদন না করায় বেঁচে যান তিনি।

তবে ভাগ্যক্রমে জীবন পেলেও তা বড় করতে পারেননি ম্যাথিউস। তাসকিনেরই বলে উইকেটের পেছনে লিটনের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ৫ রান করে আউট হন তিনি। তার জায়গায় নামা ধনঞ্জয় ডি সিলভা মাত্র ২ রানে তাইজুলের বলে স্লিপে শান্তকে ক্যাচ দেন।

একপ্রান্ত আগলে রেখে ফিফটি পূরণ করেছেন আরেক ব্যাটসম্যান ওশাডা ফার্নান্দো। নিশাংকাকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন তিনি। 

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner