1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

না খেলেই আইপিএল ছাড়লেন লিভিংস্টোন

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ০২:০১ পিএম না খেলেই আইপিএল ছাড়লেন লিভিংস্টোন

ঢাকাঃ করোনা পরিস্থিতিতে বায়োবাবলে হাঁপিয়ে ওঠায় স্বেচ্ছায় আইপিএল ছেড়ে দেশে পরিবারের কাছে ফিরে যাচ্ছেন লিভিংস্টোন। ইংলিশ এই ক্রিকেটার গত ১০ মাস ধরেই আছেন বায়ো সেফটি বাবল বা জই সুরক্ষা বলয়ে। করোনার কারণে বায়োবাবলে থেকে খেলা চালিয়ে যেতে হচ্ছে ক্রিকেটারদের, যা তাদের মানসিক ক্ষতির কারণ হচ্ছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে গেছেন লিয়াম লিভিংস্টোন। চলতি আসরে রাজস্থান রয়্যালসের স্কোয়াডে ছিলেন তিনি।

দল এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেললেও একবারও লিভিংস্টোনের জায়গা হয়নি একাদশে। মূলত বিদেশি ক্রিকেটারদের নিয়ে পরীক্ষানিরীক্ষা চালানোর ফুরসত পাচ্ছে না রাজস্থান। জস বাটলার, ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমানরা ভালো করায় অনেক তারকা বিদেশিকে বসে থাকতে হচ্ছে একাদশের বাইরে। চোটের কারণে অবশ্য এখনও খেলার মত ফিটনেস অর্জন করতে পারেননি তারকা পেসার জফরা আর্চার।

এক বিবৃতিতে রাজস্থান রয়্যালস জানিয়েছে, ‘গত রাতে লিয়াম লিভিংস্টোন দেশে ফিরে গেছে, গত এক বছর ধরে জৈব সুরক্ষা বলয়ে হাঁপিয়ে ওঠার কারণে। আমরা তার পরিস্থিতি বুঝতে পারছি এবং তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। যেভাবেই হোক তাকে সমর্থন করা অব্যাহত রাখব আমরা।’

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner