1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সাকিব নয় নারাইনকে একাদশে চান আকাশ

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০১:৪৩ পিএম সাকিব নয় নারাইনকে একাদশে চান আকাশ

ঢাকাঃ নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটিতে সাকিব ইনিংসের দুই ওভার বাকি থাকতে নেমে ৫  বলে ৩ রান ও বল হাতে ৪ ওভারে ৩৪ রান দিয়ে একটি উইকেট পান। দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ২৩ রান খরচায় ১টি উইকেট পান ও ব্যাট হাতে করেন ৯ বলে ৯ রান। ব্যাট হাতে খুব ভালো না করলেও বল হাতে দ্বিতীয় ম্যাচে দলের সেরা ইকোনমিকাল বোলার ছিলেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের প্রথম দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে হার কলকাতার। দুই ম্যাচেই একাদশে থাকা সাকিব ব্যাট হাতে উজ্জ্বল না হলেও বল হাতে দারুণ করেছেন। কিন্তু তৃতীয় ম্যাচে সাকিবকে একাদশেই দেখতে চান না আকাশ চোপড়া।

কলকাতার ম্যানেজমেন্ট আগেই জানিয়েছিল সাকিবকে দলে নেওয়ার জন্য মুখিয়ে ছিল ফ্র্যাঞ্চাইজিটি। সুনীল নারাইনের পারফরম্যান্সে আশাবাদী হতে না পেরেই সাকিবকে দলে টানেন তারা। কলকাতা অধিনায়ক ও সতীর্থ হরভজন সিংয়ের মুখেও ঝরেছে সাকিবকে নিয়ে প্রশংসা। সবমিলিয়ে সাকিবকেই একাদশে রাখার সম্ভাবনা বেশি।

কিন্তু ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার আকাশ চান কলকাতার তৃতীয় ম্যাচে একাদশে একটি পরিবর্তন আসুক এবং সেটি হোক সাকিবের বদলে নারাইন। টস জিতলে কলকাতাকে আগে ব্যাটিং করারও পরামর্শ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই মন্তব্য জানিয়েছেন আকাশ।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner