1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মুম্বাইয়ের আরেক শ্বাসরুদ্ধকর জয়

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ১১:১৩ এএম মুম্বাইয়ের আরেক শ্বাসরুদ্ধকর জয়

ঢাকাঃ শনিবার (১৭ এপ্রিল) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান জড়ো করে মুম্বাই। দলের পক্ষে কুইন্টন ডি কক ৩৯ বলে ৪০, কাইরন পোলার্ড ২২ বলে অপরাজিত ৩৫ ও রোহিত শর্মা ২৫ বলে ৩২ রান করেন। ঈশান কিষাণ এদিন ১২ রান করতে খরচ করেছেন ২১ বল।

বোলিংবান্ধব উইকেটের সুবিধা কাজে লাগিয়ে আঁটসাঁট ছিলেন রশিদ খান, যদিও পাননি কোনো উইকেট। মুজিব উর রহমান ও বিজয় শঙ্কর শিকার করেন দুটি করে উইকেট।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের নবম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ১৩ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগের ম্যাচে কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে ১৫২ রানের পুঁজি নিয়েই জিতেছিল রোহিত শর্মার দল। এই ম্যাচে আইপিএলের সবচেয়ে সফল দল জিতেছে ১৫০ রান নিয়েই। জয়হীন হায়দরাবাদের এটি টানা তৃতীয় পরাজয়।

মুম্বাইয়ের বোলার-ফিল্ডাররা হায়দরাবাদকে চেপে ধরলে ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়ার্নারের দল। বিজয় শঙ্করের ২৫ বলে ২৮ রানের ইনিংস শেষ চেষ্টা করলেও সফল হতে পারেনি। নির্ধারিত ২০ ওভারও ব্যাট করতে পারেনি হায়দরাবাদ, তার আগেই গুটিয়ে যায় ১৩৭ রানে।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner