1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বাংলাদেশের সাহায্য চাইলেন উইলিয়ামস

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ০১:১০ পিএম বাংলাদেশের সাহায্য চাইলেন উইলিয়ামস

ঢাকাঃ গত ৯ এপ্রিল শুরু হয়ে লা সোফখিয়েহ আগ্নেয়গিরিতে কয়েকদফা অগ্নিৎপাতে দ্বীপটি একপ্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফসল নষ্টের সাথে সাথে খাবার পানির অভাব এমনকি বাতাসে ভেসে বেড়াচ্ছে সালফারের গন্ধ। বিজ্ঞানীরা জানিয়েছেন আরও কয়েক সপ্তাহ পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে।

দ্বীপটির এই পরিস্থিতিতে বাংলাদেশের সাহায্য চেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার কেসরিক উইলিয়ামস।

এই দ্বীপেই বেড়ে উঠেছেন ক্যারিবিয়ান পেসার কেসরিক উইলিয়ামস। তিনি খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। রাজশাহী কিংসে খেলার পরে সর্বশেষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে খেলেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির সাথে এখনো যোগাযোগ আছে উইলিয়ামসের। তারই সূত্র ধরে বাংলাদেশের সাহায্য প্রার্থনা করেছেন তিনি।

ভিডিও বার্তায় উইলিয়ামসও বলেছেন, ‘আমি বাংলাদেশিদেরকে অনুরোধ করছি, আপনি যদি আমাদের সাহায্য করতে চান তাহলে দয়া করে সাঈদের সাথে যোগাযোগ করুন। তিনি নিজেও আমাকে সাহায্য করছেন।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদেরই কেসরিক উইলিয়ামস। আশা করি এতক্ষণে বিশ্ব জেনে গিয়েছে যে আমাদের দ্বীপে এক অগ্ন্যুৎপাত ঘটেছে যা সবকিছু তছনছ করে দিয়েছে। বর্তমানে দেশে পরিষ্কার পানির অভাব। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা (সাহায্যের) করছি, তবে আমি একা খুবই অল্প করতে পারব।’

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner