1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

অনিশ্চয়তায় রিয়াদের টেস্ট ক্যারিয়ার!

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১, ০১:৪৪ পিএম অনিশ্চয়তায় রিয়াদের টেস্ট ক্যারিয়ার!
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ পিঠের চোট ভোগাচ্ছে অনেক দিন ধরে। নতুন করে জুটেছে সাইড স্ট্রেইন। বাংলাদেশের যে কয়জন ক্রিকেটার কখনোই খেলার বাইরে থাকতে চান না, মাহমুদউল্লাহ রিয়াদ তাদেরই একজন। অথচ অভিজ্ঞ এই ক্রিকেটার এমন এক সময় ইঞ্জুরির কারণে ছিটকে গেলেন, যখন দলে থাকা তার জন্য অনেক জরুরী ছিল।

রিয়াদের টেস্ট দলে থাকা বা না থাকা নিয়ে কম কথা হয়নি। কারও মতে, বর্তমান কোচিং প্যানেল রিয়াদের পক্ষে নেই। কেউ আবার দেখেন চোটের দায়। রাসেল ডমিঙ্গোর কোচিং প্যানেলের উপেক্ষার খবর সত্যিও যদি হয়, চোটের বিষয়টি অগ্রাহ্য করার সুযোগ নেই। বিগত কয়েক বছর ধরেই তো চোট রিয়াদের নিত্য সঙ্গী!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে না থাকায় অনেক আলোচনা হয়েছিল। কথা ছিল, শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে ফিরবেন রিয়াদ। কিন্তু এবারও বাঁধ সেধেছে চোট। দুইটি চোটের কারণে রিয়াদকে অনেক অপেক্ষার পরও দলে রাখতে পারেননি বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্তারা, যারা দল ভূমিকায় রাখেন তাৎপর্যপূর্ণ ভূমিকা। এবার বিসিবি চিকিৎসক জানালেন, রিয়াদের সিদ্ধান্তটা নিতে হবে নিজেকেই।

পিঠের চোটের কারণে এখন বল করাই হয় না, অথচ রিয়াদের পরিচিতি মূলত অলরাউন্ডার হিসেবে। ব্যাট হাতে নিজেকে প্রমাণের সুযোগ হরহামেশা পান না। সাইলেন্ট কিলারকে যেন আরও নীরব করে দিচ্ছে তার ইঞ্জুরিজনিত সমস্যা। এমন পরিস্থিতিতে টেস্টের মত লঙ্গার ভার্শন খেলা বেশ ধকলের কাজ হতে পারে রিয়াদের জন্য।

তাই বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, এই ফরম্যাটে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে চাইলে সিদ্ধান্ত নিতে হবে রিয়াদকেই। তার সিদ্ধান্তে পাশে থাকবে বিসিবির মেডিকেল টিম।

বাংলাদেশ দলের জার্সিতে ৪৯টি টেস্ট, ১৯৪টি ওয়ানডে ও ৮৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিয়াদ। সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছর রাওয়ালপিন্ডিতে, পাকিস্তানের বিপক্ষে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner