ঢাকাঃ কিছুদিন আগেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আম্পায়ারদের ‘সফট সিগন্যাল’ এর ফলাফলের সমালোচনা করেছিলেন। এর আগে শচীন টেন্ডুলকারও কথা বলেছেন এসব নিয়ে। তবে কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ‘সফট সিগন্যাল’ বহাল রাখার পক্ষে মত দেয়। তাই এবার নিজ ক্ষমতাবলে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) ‘সফট সিগন্যাল’ সংক্রান্ত নিয়ম পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আইপিএল ২০২০ এর সঙ্গে আইপিএল ২০২১ এর নীতিমালার পার্থক্য অনেক। আইসিসির নিয়ম অনুসারে সফট সিগন্যাল থাকলেও এবারে আইপিএলের আম্পায়ারদের কাছে সেই সুযোগ থাকছেনা। অর্থাৎ, যেকোনো সিদ্ধান্ত যদি তৃতীয় আম্পায়ার পর্যন্ত কোনো কারণে যায়, সেটি রিভিউ বা টেলিভিশন রিপ্লে দেখে সিদ্ধান্ত নেয়ার মতো যেকোনো ঘটনা হতে পারে- সেক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। সেক্ষেত্রে লেগ বিফোর উইকেটে ‘আম্পায়ারস কল’ থাকবেনা।
এমনকি সময়সীমা নিয়েও কিছু পরিবর্তন এসেছে, যা ভাবাবে ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে। কারণ, আপাতত শেষ ওভার ৯০তম মিনিটেও শুরু করা যায়। কিন্তু নতুন নিয়ম অনুসারে ৯০তম মিনিটের ভেতরেই ২০তম ওভারের খেলা শেষ করতে হবে। ফলে ‘স্লো ওভার রেট’ এর সমস্যা কিছুটা বাড়তেও পারে যদি ফিল্ডিংয়ে থাকা দল এই ব্যাপারে সচেতন না থাকে।
সব মিলিয়ে, আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তি বা কোহলির আবেদনের প্রেক্ষিতে সফট সিগন্যালের সমস্যার সমাধান না করলেও শেষ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর আইপিএলে এমন পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে বিসিসিআই।
আগামীনিউজ/নাসির