1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে এসেছে: তামিম

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মার্চ ২০, ২০২১, ০২:০৪ পিএম ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে এসেছে: তামিম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ প্রস্তুতিটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশ দলের। নিউজিল্যান্ডের ডানেডিনের কন্ডিশনটাও মানিয়ে নিয়েছিলেন তারা। কোচ ডমিঙ্গো ও অধিনায়ক তামিম ইকবালের মুখেও ছিল উচ্ছ্বাস। দুজনেই প্রত্যয় ব্যক্ত করেছিলেন, ভালো কিছু একটা করে দেখাবেন। কিন্তু মাঠে দেখা গেছে, তার উল্টো চিত্র। তামিমদের হেসেখেলে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড।

মাত্র ১৩১ রানে বাংলাদেশকে গুটিয়ে দেয়ার পর ১৭২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেছে কিউইরা। তাও আবার ৮ উইকেট হাতে রেখে। মূলত কিউই পেসারদের তোপে উড়ে গেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাও আবার মাত্র ২৭।

নিউ জিল্যান্ডের বোলাররা ধারাবাহিক ভালো বোলিং করেছে। সেই পুরস্কার তারা পেয়েছে। সঠিক লাইন ও লেন্থে টানা বোলিং করায় ব্যাটসম্যানরা ভুল করতে বাধ্য হয়েছেন। তামিম, সৌম্য, লিটন, মুশফিক প্রত্যেকেই আউট হয়েছেন বাজে শটে। শেষ দিকে মিরাজ ও মাহেদী হাসানও একই ভুল করেছেন। তাইতো ম্যাচ শেষে অধিনায়ক স্বীকার করতে দ্বিধা করেননি, ‘আমরা উইকেট বিলিয়ে এসেছি।’

ম্যাচ শেষে হারের কারণ জানাতে গিয়ে তামিম বলেন, ‘আমার মনে হয়েছে, আমরা খুব বেশি আলগা শট খেলেছি। তারা ভালো বল করেছে। সে সুযোগ নিয়েছে। কিন্তু আমরা কিছু বাজে শট খেলেছি। আমাদের নিজেদেরই দোষ। আমরা নিজেদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করি। সেটা আজ কাজে লাগেনি।’

‘১৩১ এই উইকেটে যথেষ্ট রানের কাছাকাছি না। আশা করি ভুলগুলো ধরতে পারবো এবং পরের ম্যাচে ভুল এড়িয়ে চলবো। আগেই বলেছি, আমরা আমাদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করি।’

এমন বক্তব্য দিয়ে তামিম হয়তো বোঝাতে চাইছেন যে, ওয়ানডের ব্যাটিং নিয়ে বাংলাদেশ দল গর্ব করে সেই ব্যাটিংয়ের কারণেই আজ প্রথম ম্যাচে দলের এমন ভরাডুবি। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে এই ব্যাটিং দুর্বলতা নিয়েই কাজ করবেন টাইগাররা।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner