1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউদাম্পটনে

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মার্চ ৯, ২০২১, ০১:৪০ পিএম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউদাম্পটনে
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা হচ্ছে না। লর্ডসের বদলে সাউদাম্পটনেই অনুষ্ঠিত হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ভারত ও নিউজিল্যান্ড।

আগামী ১৮ জুন শুরু হবে ফাইনালের মহারণ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী লর্ডস ছিল ফাইনালের ভেন্যু। কিন্তু করোনার কারণে লর্ডসের আবাসিক হোটেলগুলোর অচলাবস্থা এখনো কাটেনি। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের বায়ো সেফটি বাবলে রাখা একটু ঝামেলার কাজই বটে।

আইসিসি তাই লর্ডসের বদলে বেছে নিয়েছে সাউদাম্পটনকে। আইসিসি এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বিষয়টি নিশ্চিত করেছেন ফাইনালিস্ট দলের ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি।

তিনি আরও বলেন, ‘আমি সাউদাম্পটনে ভারত আর নিউজিল্যান্ডের এই ম্যাচ দেখেতে যেতে চাই। কোভিড পরিস্থিতির পরও লর্ডসের আশেপাশের হোটেলগুলো এখনও খোলেনি। তবে সাউদাম্পটনে মাঠের পাশেই অনেক হোটেল আছে। তাই কোভিড পরিস্থিতির পর ইংল্যান্ড দলও বেশ কিছু ম্যাচ ওখানে খেলেছে।’

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই নিশ্চিত করে নিউজিল্যান্ড আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছিল আগেই। শেষদিকে আরেক ফাইনালিস্টের খোঁজে জমে ওঠে পয়েন্ট টেবিল। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে ফাইনালের দৌড়ে ছিল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ভারত ২-১ ব্যবধানে এগিয়ে গেলে ছিটকে পড়ে ইংলিশরা। আহমেদাবাদে শেষ ম্যাচে ইংলিশদের হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি ফাইনালও নিশ্চিত করে কোহলির দল। এই ম্যাচে ভারত হারলে ফাইনালে উঠত অস্ট্রেলিয়া।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner