ঢাকাঃ চূড়ান্ত হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের পূর্ণাঙ্গ সূচি। এবারের আইপিএল শুরু হবে আগামী ৯ মে। ৩০ মার্চ ফাইনালের মাধ্যমে পর্দা নামবে আসরের।
দিল্লী, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, কলকাতা, চেন্নাই, মুম্বাই- এই ছয় ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল। করোনার কারণে গত আইপিএল ভারতে অনুষ্ঠিত হয়নি। কড়াকড়িভাবে স্বাস্থ্যবিধি মেনে পুরো আসর আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরাতে। ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ায় এবার নিজেদের দেশেই আইপিএল আয়োজন করবে বিসিসিআই।
এরই ধারাবাহিকতায় আইপিএল শুরু হবে ৯ এপ্রিল। মে মাসেই শেষ হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটি। ৩০ মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এবারের আইপিএলে অংশ নেবেন বাংলাদেশের দুই ক্রিকেটার। অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন তার প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্সে। পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
এক নজরে দেখে নিন পূর্নাঙ্গ সুচিঃ
আগামীনিউজ/নাসির