1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

করোনার টিকা নিয়ে উচ্ছ্বসিত পেলে

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০২:১৩ পিএম করোনার টিকা নিয়ে উচ্ছ্বসিত পেলে
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বিশ্বজুড়ে করোনাভাইরাসের টিকার প্রয়োগ চলছে। রাষ্ট্রপ্রধান, নেতা-নেত্রী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের তারকা ব্যক্তিরা আছে এই তালিকায়। এবার মরণঘাতী এই ভাইরাসের টিকা নিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।

৮০ বছর বয়সী সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মঙ্গলবার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে মঙ্গলবার বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি। টিকা নেওয়ার মুহূর্তকে তিনি অবিস্মরণীয় হিসেবে আখ্যা দিয়েছেন। 

তার জন্য দিনটি ছিল ‘অবিস্মরণীয়’ একটি দিন। কারণ ওই দিন করোনার টিকা নিলেন পেলে। ছবিতে দেখা যাচ্ছে, নীল-সাদা জামা পরে টিকা নিচ্ছেন পেলে। বাঁহাতের বুড়ো আঙুল দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘আজকের দিনটা ভুলতে পারব না। টিকা নিলাম।’

ভক্তদের উদ্দেশে পেলে লেখেন, ‘এখনও মহামারি দূর হয়নি। যতক্ষণ না সবাই টিকা নিচ্ছেন, ততক্ষণ আমাদের সবার উচিত, শৃঙ্খলার মধ্যে থাকা। দয়া করে সবাই হাত ধোবেন। যতটা সম্ভব বাড়িতে থাকবেন। বাইরে বেরোলে মাস্ক পরতে ভুলবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন। আমরা যদি অপরের কথা ভাবি, পরস্পরকে সাহায্য করি, তাহলেই এই পরীক্ষায় পাস করব।’

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner