1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নেপাল থেকে আমন্ত্রণ পেলো বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০১:৩২ পিএম নেপাল থেকে আমন্ত্রণ পেলো বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ২৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হওয়ার কথা থাকলেও তা মাঠে গড়ানোর কোন সম্ভাবনাই দেখা যাচ্ছে না। করোনা কালীন সময়ে বাংলাদেশে আসতে রাজী নয় আফগানিস্তান, যার ফলে একের পর এক আলোচনা টেবিলে বসেছে এএফসি। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না কেননা দুই দেশই নিজেদের সিদ্ধান্তে অনড়। বাংলাদেশ দেশের মাটিতে ছাড়া খেলবে না অন্যদিকে আফগানিস্তান বাংলাদেশে আসবে না।

এএফসিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি, একের পর এক তারিখ পিছিয়ে ঝুলিয়ে রেখেছে এই ম্যাচের ভাগ্য। যদি মার্চে এই ম্যাচ আয়োজিত না হয় তবে আগামী জুনে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে বাংলাদেশকে।

আফগানিস্তানের বিপক্ষে মার্চে ম্যাচ না হলে বাংলাদেশ খেলবে নেপাল আয়োজিত চারজাতি টুর্নামেন্টে। মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের যে ম্যাচ ছিল নেপালের, তা পিছিয়ে চলে গেছে জুনে। যে কারণে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন মার্চের ফিফা উইন্ডোতে চারজাতি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

করোনার মধ্যেই দেশটি বাংলাদেশে এসে দুই ম্যাচের বঙ্গবন্ধু ফিফা ফ্রেন্ডলি সিরিজ খেলে গেছে। এবার তারা বাংলাদেশকে পেতে চায় নিজেদের মাঠে। ইতিমধ্যে ওই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ না করবে কিভাবে?

কবে হবে টুর্নামেন্ট? ২১ থেকে ৩০ মার্চ ফিফা উইন্ডো আছে। এই সময়ের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করবে নেপাল। কাঠমান্ডু অথবা দেশটির দ্বিতীয় বড় শহর পোখারায় হবে এই টুর্নামেন্ট।

বাংলাদেশ ও নেপাল ছাড়া চারজাতি টুর্নামেন্টের অন্য দুটি দেশের একটি হবে আফ্রিকার, অন্যটি হতে পারে ওসেনিয়া অঞ্চলের। আফ্রিকার লাইবেরিয়া ও ওসেনিয়া অঞ্চলের তাহিতিকে টুর্নামেন্টে আমন্ত্রণ জানিয়েছে নেপাল।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner