ঢাকাঃ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল এফসি পোর্তো ও জুভেন্টাস। সাদা-কালো শিবিরকে ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে দিয়েছে পর্তুগালের ক্লাব পোর্তো। যা উয়েফা চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে পাওয়া তাদের প্রথম জয়।
ঘরের মাঠে ম্যাচের শুরুতে এগিয়ে যায় পোর্তো। জুভ তারকা রদিগ্রো বেনতেনচারের দুর্বল ব্যাক পাস থেকে বল পেয়ে ম্যাচ শুরুর মাত্র ৬৩তম সেকেন্ডেই জুভদের জাল খুঁজে নেন পোর্তোর মেহেদী তেরেমি। সেই গোল শোধ করার আগেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
বিরতি থেকে ফেরার মাত্র ১৯ সেকেন্ডের মধ্যে মানাফা জাঙ্কোর পাস থেকে পোর্তোর ব্যবধানটা দ্বিগুণ করেন মোসা মারেগা। এরপর গোল শোধের জন্য মরিয়া হলেও কোনোভাবে পর্তুগিজ চ্যাম্পিয়নদের রক্ষণদেয়ালে ফাটল ধরাতে পারছিল না তুরিনের বুড়িরা।
তাদের সেই সুযোগ আসে ৮২তম মিনিটে। আদ্রিয়েন র্যাবিয়টের অ্যাক্রোবেটিক শটে ব্যবধান কমান ফেদেরিকো চিয়েসা। তবে ম্যাচের বাকি সময় আর কোনো গোলের দেখা পায়নি আন্দ্রে পিরলোর দল।
শেষ পর্যন্ত শক্তিশালী জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে মাঠ ছাড়ে ২০০৪ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ী পোর্তো।
আগামীনিউজ/নাসির