1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

৬ মিনিটের ঝড়ে হারের হ্যাটট্রিক লিভারপুলের

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২১, ০২:০৬ পিএম ৬ মিনিটের ঝড়ে হারের হ্যাটট্রিক লিভারপুলের
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই যেন জোস কমতে শুরু করেছিল লিভারপুলের। এবার এমন এক অবস্থায় রয়েছে, যেটার কারণে তারা চ্যাম্পিয়ন্স লিগে পর্যন্ত সরাসরি খেলতে পারবে কি না সন্দেহ রয়েছে।

এবার রীতিমত হারের হ্যাটট্রিক করে ফেলেছে লিভারপুল। শনিবার রাতে ইয়ুর্গেন ক্লপের দল হেরেছে লেস্টার সিটির কাছে। যদিও ম্যাচ ছিল লেস্টারের মাঠেই। স্বাগতিকদের কাছে ৩-১ গোলে হেরেছে লিভারপুল।

গোলরক্ষক অ্যালিসন বেকারের আরেকবার মারাত্মক ভুলেরই খেসারত দিতে হলো লিভারপুলকে। এর আগে ম্যানসিটির কাছে ৪-১ গোলে হেরেছে লিভারপুল। তার আগে ব্রাইটন এবং হোব আলবিওনের কাছে হেরেছিলো লিভারপুল।

এই পরাজয়ের পরে ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে লিভারপুল। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ম্যানসিটি। ২৪ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লেস্টার সিটি এবং ২৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানইউ।

লেস্টারের হয়ে গোল তিনটি করেন জেমি ভার্ডি, জেমস ম্যাডিসন এবং হার্ভি বার্নাস। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন মোহামেদ সালাহ।

লেস্টারের ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলছিল অলরেডরা। প্রথমার্ধে গোল না পেলেও বিরতি থেকে ফিরে এগিয়ে যায় ক্লপের দল। ৬৭তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন মোহামেদ সালাহ।  

এরপরই সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে লেস্টার। সুযোগটা তারা পেয়ে যায় ৭৮তম মিনিটে। জেমস ম্যাডিসনের গোলে সমতায় ফেরে লেস্টার। আর এর পরই এক ঝড়। ৮১তম মিনিটে জেমি ভার্ডির গোলে এগিয়ে যায় ব্রেন্ডন রজার্সের শিষ্যরা। এর ৪ মিনিট পরেই ব্যবধানটা ৩-১ করেন হার্ভে বার্নস।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner