1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রেকর্ড গড়ে জিতলো উইন্ডিজ

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২১, ০৪:৩৯ পিএম রেকর্ড গড়ে জিতলো উইন্ডিজ
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ যে ম্যাচে বাংলাদেশের জয় নিয়ে কোনো সংশয় ছিল না, সেই ম্যাচই  বাংলাদেশ দেখালো কিভাবে হারতে হয়। বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে দুই টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল উইন্ডিজরা।

এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ক্রেইগ ব্রাথওয়েটের দল।

উন্ডিজ দল চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের লক্ষ্যে গতকাল ৩ উইকেটে ১১০ রান তুলে চতুর্থ দিন শেষ করেছিল। আজ পঞ্চম দিনের ভয়ংকর উইকেটে ব্যাটিং করতে তাদের ২৮৫ রান করতে হতো। যা সাদা চোখে প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে ফেললো উইন্ডিজ।

মেয়ার্সের ব্যাটে আজ রেকর্ডও হয়ে গেছে। আরেক অভিষিক্ত ব্যাটসম্যান একনক্রুমা বোনারের সঙ্গে তিনি ২০৭ রানের জুটি উপহার দিয়েছেন। এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে দুই অভিষিক্ত ক্রিকেটারের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ। তাছাড়া চতুর্থ ইনিংসে দুই অভিষিক্ত ক্রিকেটারের সেরা জুটি। এনক্রুমা বোনার আউট হয়েছেন ২৪৫ বলে ৮৬ রান করে।

অভিষেকে ডাবল সেঞ্চুরি করা মাত্র ষষ্ঠ ব্যাটসম্যানের খাতায় নাম লেখালেন মায়ার্স। ওয়েস্ট ইন্ডিজের হয়ে লরেন্স রো’র পর দ্বিতীয়। পাশাপাশি চতুর্থ উইকেট জুটি করা মায়ার্স ও এনক্রুমাহ বোনার টেস্ট ইতিহাসের দুই অভিষিক্ত ক্রিকেটারের দ্বিতীয় সর্বোচ্চ জুটি গড়লেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে যা সর্বোচ্চ। চতুর্থ ইনিংসে দুই অভিষিক্ত ক্রিকেটারের সেরা জুটি এটিই।

ব্যাক্তিগত ৩৭ রানে পঞ্চম দিন শুরু করা মায়ার্স শেষ পর্যন্ত ২১০ রানে অপরাজিত থেকেই সফরকারীদের জয় নিশ্চিত করেন। তিনি ৩১০ বলে ২০টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়েছেন।  

নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতলো ওয়েস্ট ইন্ডিজ।৩৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের মাটিতে তো বটেই, এই জয়টি এশিয়ার মাটিতেই রেকর্ড হয়ে রইল। এর আগে এই জহুর আহমেদ মাঠেই নিউজিল্যান্ড ৩১৭ রান তাড়া করে জয় পেয়েছিল।এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৩ সালে ৪১৮ রান তাড়া করে জিতেছিল তারা। সেটাই এখনো তাদের সর্বোচ্চ। ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে ৩৪৮ রান তাড়া করে জয়কে আজ পেছনে ফেলেছে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের বিপক্ষে এমন পরাজয় মেনে নেয়া যেকোনো সমর্থকদের জন্যই কঠিন। তবে অভিষিক্ত ও আনকোরা ক্যারিবিয়রা যেন বাংলাদেশের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, টেস্ট এভাবেই খেলতে হয়। স্ট্যাটাস পাওয়ার দুই দশক পরও এমন দলের কাছে এভাবে হারা যেন সাদা পোশাকে বাংলাদেশের দৈন্যতাই তুলে ধরেছে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner