1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রেকর্ড গড়ে জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২১, ০২:১৮ পিএম রেকর্ড গড়ে জয় ম্যানচেস্টার ইউনাইটেডের
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ শেফিল্ড ইউনাইটেডের কাছে হারের পর আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্রয়ে শিরোপার দৌড় থেকে খানিকটা পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ফিরলো জয়ে, মঙ্গলবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ৯ জনের প্রতিপক্ষের জালে ৯ বার বল জড়িয়েছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের যৌথ রেকর্ড গড়েছে তারা ৯-০ গোলে জিতে।

৯-০ গোলের এই জয়ে পয়েন্ট টেবিলেও নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটিকে ছুঁয়ে ফেললো ম্যানইউ। ২২ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইলো ম্যানইউ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে ম্যানসিটি। তবে, বড় তথ্য হলো ম্যানসিটি ম্যাচও খেলেছে ২টি কম। অর্থ্যাৎ, তাদের ৪৪ পয়েন্ট এসেছে মাত্র ২০ ম্যাচ খেলে।

আরেকটি শোচনীয় পরাজয়ের পথে শুরুতেই ধাক্কা খায় সাউদাম্পটন। অতিথিরা ম্যাচের প্রায় পুরো সময় ১০ জন নিয়ে খেলেছে। ম্যাচ শুরু হওয়ার ৮২ সেকেন্ডে স্কট ম্যাকটোমিনেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন প্রথমবার একাদশে সুযোগ পাওয়া সাউদাম্পটনের আলেক্সান্দ্রে জ্যাংকেউইজ।

১৮ মিনিটে লুক শর ক্রস থেকে অ্যারন ভ্যান-বিসাকা এগিয়ে দেন ম্যানইউকে। ম্যাসন গ্রিনউডের অ্যাসিস্টে ২৫ মিনিটে সেইন্টস কিপার অ্যালেক্স ম্যাকক্যার্থিকে পরাস্ত করেন মার্কাস র‌্যাশফোর্ড। তাদের তৃতীয় গোলটি উপহার দিয়েছে সাউদাম্পটন। র‌্যাশফোর্ডের ক্রস ঠেকাতে গিয়ে ৩৪তম মিনিটে নিজেদের জালে বল জড়ান জ্যান বেডনারেক।

বিরতির আগে এদিনসন কাভানি আরেকটি গোল যোগ করলে ৪-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে যায় ম্যানইউ। বিরতির পর উরুগুয়ান স্ট্রাইকারের বদলি নামা অ্যান্থনি মার্শাল খুব কাছ থেকে ৬৯ মিনিটে পঞ্চম গোল করেন। রাতের ষষ্ঠ গোলটি করেন ম্যাকটোমিনে।

বেডনারেক সাউদাম্পটনের রাত আরও শোচনীয় করে তোলেন। বক্সের মধ্যে মার্শালকে ফাউল করে লাল কার্ড দেখেন এই ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল করেন ব্রুনো ফের্নান্দেস। সাউদাম্পটনের কফিনে শেষ দুটি পেরেক ঠুকে দেন মার্শাল ও ড্যানিয়েল জেমস।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner