ঢাকাঃ আন্তর্জাতিক ক্রিকেটে দূরের তারকা হয়ে গেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও লোভনীয় একটি নাম শহিদ আফ্রিদি। বুড়ো বয়সেও দাপটের সঙ্গে খেলে বেড়াচ্ছেন বিভিন্ন দেশে। আরব আমিরাতের টি-১০ লিগেও খেলার কথা ছিল, কিন্তু তাকে ঢুকতেই দেয়নি আমিরাত কর্তৃপক্ষ!
মূলত ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আফ্রিদিকে আমিরাতে ঢোকার অনুমতি দেয়া হয়নি। কিছুদিন আগে আমিরাতের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অথচ পাকিস্তানি তারকা নাকি সেটি খেয়ালই করেননি।
বিমানবন্দরে পৌঁছানোর পর আফ্রিদির ভিসার মেয়াদ চোখে পড়ে সেখানকার কর্মকর্তাদের। বিষয়টি নজরে আসতেই সেদেশে ঢুকতে নিষেধ করা হয় তাকে। সেখান থেকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। দেশে ফিরে ভিসা নবায়ন করে গেলে ঢোকার অনুমতি পাবেন তিনি।
গত কয়েক বছর ধরেই আবু ধাবিতে টি-১০ লিগ হচ্ছে। লিগে বিভিন্ন দেশের অবসরে যাওয়া ক্রিকেটাররাই মূলত অংশ নেন। ১০ ওভারের ক্রিকেটের এই ফরম্যাটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার দাবিও ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।
আগামীনিউজ/নাসির