1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বোলিংয়ে আইরিশ স্পিনারের রেকর্ড

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১, ০১:৫০ পিএম বোলিংয়ে আইরিশ স্পিনারের রেকর্ড
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ সোমবার (১৮ জানুয়ারি) আবুধাবিতে সংযুক্ত আমিরাতের বিপক্ষে আয়ারল্যান্ডের জয়টা হয়ে থাকলো কেবল সিমি সিং-ময়।

আইরিশদের ১১২ রানের বড় জয়ের কারিগর ছিলেন এই সিমি সিং। বিশেষ করে বল হাতে রীতিমত চমক দেখিয়েছেন আইরিশ এই অলরাউন্ডার। ১০ ওভার বল করেছেন, রান দিয়েছেন মাত্র ১০, উইকেট ৫টি।ব্যাট হাতে হাফসেঞ্চুরি করে দলকে লড়াকু পুঁজি এনে দিয়ে, পরে বল হাতেও দেখালেন ঝলক।যাকে বলে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য।

এমন নৈপুণ্যে ইকোনমির দিক থেকে ওয়ানডে ইতিহাসেরই সেরা পাঁচ বোলিং পারফরম্যান্সের তালিকায় ঢুকে পড়েছেন সিমি সিং।ওয়ানডে ইতিহাসের কিপটে বোলিংয়ের তালিকায় প্রথম দুই বোলারের দুইজনই বাংলাদেশের সাবেক কোচ। একজন ছিলেন পেস বোলিং কোচ-কোর্টনি ওয়ালশ এবং অপরজন স্পিন বোলিং কোচ সুনিল জোশি।

ক্যারিবীয় কিংবদন্তি পেসার ওয়ালশ ১৯৮৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড গড়েন। মাত্র ১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ইকোনমি ছিল ০.২২। এটিই এখন পর্যন্ত ওয়ানডেতে সবচেয়ে কম রান খরচায় ৫ উইকেট নেওয়ার রেকর্ড।

তালিকায় দুই নম্বরে নাম ভারতের সুনিল জোশির। ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। ইকোনমি ছিল ০.৬।

তিনে থাকা বোলার ভারতীয় পেসার স্টুয়ার্ট বিনি। ২০১৪ সালে ভারতীয় এই পেসার বাংলাদেশের বিপক্ষে ৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন। ইকোনমি ছিল ০.৮৫।

চার নম্বরে শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরালিধরনের নাম। ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। ইকোনমি ছিল ০.৯।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner