1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নিউজিল্যান্ড অধিনায়কের ৩৬ বলে সেঞ্চুরি

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২১, ০৫:৩১ পিএম নিউজিল্যান্ড অধিনায়কের ৩৬ বলে সেঞ্চুরি
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডেভাইন। বৃহস্পতিবার ডানেডিনে ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে ৩৬ বলে এই কীর্তি গড়েন তিনি।

ম্যাচে ওয়েলিংটন ব্লেজের হয়ে ব্যাটিং করতে নেমে ওটাগো স্পার্কসের বোলিং আক্রমণকে লণ্ডভণ্ড করেছেন ডেভাইন। দলকে ১০ উইকেটের জয় এনে দেয়ার পথে ৯টি ছক্কা আর ৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান।

সেঞ্চুরির পরও থামেননি। দুটি বাউন্ডারি হাঁকিয়ে ৩৮ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন কিউই অধিনায়ক। দ্রুততম সেঞ্চুরিতে তিনি ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রো ডটিনের রেকর্ড।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি গড়েছিলেন ডটিন। ওই ম্যাচে ৩৮ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ক্যারিবীয় ব্যাটসম্যান।

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে উচ্ছ্বসিত ডেভাইন বলেন, ‘আমি সত্যিই সকালে খুব নার্ভাস ছিলাম। যখন আপনি খেলা থেকে দীর্ঘ বিরতিতে থাকবেন, ফেরার পর নার্ভাস লাগবেই। তাই মাঠে কিছু সময় কাটাতে পেরে আমার ভালো লাগছে।’

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner