1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কোয়ার্টার ফাইনালে উঠল জুভেন্টাস

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২১, ০১:৩৬ পিএম কোয়ার্টার ফাইনালে উঠল জুভেন্টাস
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ২৩ মিনিটের মধ্যে দুটি গোলে ইতালিয়ান কাপের শেষ ষোলোতে সহজ জয়ই আশা করেছিল জুভেন্টাস। জেনোয়া দুই অর্ধে গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে গেলে কাজটা কঠিন হয়ে পড়ে। জুভদের রক্ষায় নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ম্যাচ শেষে তিনি নন, ত্রাতা প্রথমবার জুভেন্টাসের সিনিয়র দলে খেলতে নামা হামজা রাফিয়া। বুধবার অভিষেক ম্যাচ এই তিউনিসিয়ান ফরোয়ার্ড স্মরণীয় করে রাখেন জয়সূচক গোল করে।

গতবার নাপোলির কাছে ফাইনালে হারা জুভেন্টাস ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। কদিন আগে সাসসুওলোকে হারানো দলটিতে ১০টি পরিবর্তন আনার প্রভাব শুরুতে পড়েনি। সুইডিশ ফরোয়ার্ড দেহান কুলুসেভস্কি দুই মিনিটে জুভদের এগিয়ে দেন। দ্বিতীয় গোলটি তিনি করান আলভারো মোরাতাকে দিয়ে।

তবে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ হারায় সিরি আ চ্যাম্পিয়নরা। ২৮ মিনিটে লেন্নার্ট জিবোরা এক গোল শোধ দেন। ৭৪তম মিনিটে ফিলিপ্পো মেলেগোনির গোলে ঘুরে দাঁড়ায় জেনোয়া। এর তিন মিনিট পর হামজা নামেন বদলি হয়ে। ৮৮ মিনিটে ওয়েসলের বদলি হয়ে মাঠে নেমে রোনালদো জয়সূচক গোলটির দেখা পাননি।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৪তম মিনিটে গোল করেন হামজা। অনূর্ধ্ব-২৩ দলের এই খেলোয়াড়ের গোলে শিরোপা পুনরুদ্ধারের মিশনে টিকে রইলো জুভেন্টাস। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ সাসসুওলো ও স্পালের ম্যাচ বিজয়ী।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner