1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নেইমারকে ‘আবর্জনা’ বললেন সেই গঞ্জালেজ

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২১, ০১:২৬ পিএম নেইমারকে ‘আবর্জনা’ বললেন সেই গঞ্জালেজ
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ চার মাস পেরিয়ে গেছে, এখনও নেইমার ও আলভারো গঞ্জালেজের সম্পর্কের তিক্ততা কমেনি। লিগ ওয়ানের ম্যাচের হাতাহাতির ঘটনা আবারও মনে করিয়ে দিলেন তারা। বুধবার মার্শেইকে ২-১ গোলে হারিয়ে ফরাসি সুপার কাপ জেতার পর নেইমার স্প্যানিশ ডিফেন্ডারকে খোঁচা দিয়ে একটি ছবি টুইটারে পোস্ট করেন। মুখ বুজে থাকেননি গঞ্জালেজ, ব্রাজিলিয়ান তারকাকে ‘আবর্জনা’ বলেছেন তিনি।

গত সেপ্টেম্বরে লিগ ওয়ানের শুরুর দিকে মার্শেইর কাছে পিএসজি ১-০ গোলে হেরে যায়। ম্যাচের শেষ দিকে মেজাজ ধরে রাখতে পারেননি নেইমাররা। দুই দলের খেলোয়াড়রা জড়িয়ে পড়ে হাতাহাতিতে। গঞ্জালেজের মাথার পেছনে থাপ্পড় মেরে লাল কার্ড দেখেন নেইমার। পিএসজির আরও দুই খেলোয়াড় সহ মোট পাঁচজনকে লাল কার্ড দেন রেফারি।

ম্যাচ শেষে গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ তুলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পোস্ট দেন, ‘আমার একমাত্র অনুশোচনা হলো তার গালে যে কেন থাপ্পড় মারলাম না!’ নেইমারের দাবি উড়িয়ে দিয়ে স্প্যানিশ ডিফেন্ডার জবাব দেন, ‘হেরে তা মাঠে মেনে নেওয়া শিখতে হবে নেইমারকে।’ কয়েকদিনের তদন্ত শেষে তারা শাস্তি এড়াতে সক্ষম হন।

কিন্তু ওই ঘটনা এখনও মনে পুষে রেখেছেন তারা। বুধবারের ম্যাচে কয়েকবার নেইমারকে ফাউল করেন গঞ্জালেজ। একবার তো ব্রাজিলিয়ানের মুখে হাত রেখেছিলেন তিনি। এবার মাঠে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেও শিরোপা জেতার পর গঞ্জালেজকে উদ্দেশ্য করে একটি ছবি পোস্ট করেছেন নেইমার। দ্রুত জবাব দেন মার্শেই ডিফেন্ডার, ‘আমার বাবা মা সবসময় আমাকে আবর্জনা ফেলে দিতে শিখিয়েছেন।’

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner