1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিরাট জয় দিল্লি ক্যাপিটালস

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৬, ২০২০, ০৯:৩২ এএম বিরাট জয় দিল্লি ক্যাপিটালস
ছবি সংগৃহীত

ঢাকাঃ আইপিএলে রাবাডা, নর্তজে, অক্ষর প্যাটেলদের দাপুটে বোলিংএর সামনে আত্মসমর্পণ করতে হলো আরসিবিকে। দিল্লির দেওয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানই সংগ্রহ করতে পেরেছে বিরাট বাহিনী। আজকের ম্যাচে ৫৭ রানের এক বড় জয় নিয়ে পাঁচ ম্যাচের চারটিতেই জিতে লীগ টেবিলের শীর্ষে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস। 

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। প্রথম দফায় ব্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করে দুই দিল্লি ওপেনার। শিখর ধাওয়ান এবং পৃথ্বী প্রথম উইকেটে ৬৮ রান যোগ করেন। পৃথ্বী ২৩ বলে ৪২ রানের মারকাটারি ইনিংস খেলে মহম্মদ সিরাজের শিকার হন।

শিখর ধাওয়ান ২৮ বলে ৩২ রান করেন। দিল্লি অধিনায়ক এদিন বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ১১ রান করে মইন আলির শিকার হন। তবে শ্রেয়স আয়ার ফিরে যাওয়ার পর বাইশ গজে নামেন মার্কাস স্টয়নিস। আর বাইশ গজে নেমেই ব্যাট হাতে তাণ্ডব শুরু করেন এই অজি অলরাউন্ডার। যোগ্য সঙ্গ দেন ঋষভ পন্থও। স্টয়নিস-পন্থ জুটি ৪১ বলে ৮৯ রান যোগ করেন। ঋষভ ২৫ বলে ৩৭ রান স্কোর বোর্ডে যোগ করেন। অন্যদিকে স্টয়নিস ২৬ বলে ৫৩* রানে অপরাজিত থাকেন। স্টয়নিসের ইনিংস সাজানো রয়েছে ৬ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারির মাধ্যমে। 

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner