1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সিরিজ বাতিল হওয়া নিয়ে যা বলল শ্রীলঙ্কা!

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২০, ০৪:২১ পিএম সিরিজ বাতিল হওয়া নিয়ে যা বলল শ্রীলঙ্কা!
ছবি সংগৃহীত

ঢাকাঃ করোনকালে স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেটারদের ১৪ দিনের কোয়ারেন্টাইন নিয়ে মতানৈক্যে স্থাগিত করা হয়েছে বাংলাদেশের লঙ্কা সফর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল জানিয়েছেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে এই সফরের সূচি পুনঃনির্ধারণের আহ্বান জানানো হয়েছে। 

এদিকে, শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী নামাল রাজাপাকসা বিবিসিকে জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনেই আন্তর্জাতিক অঙ্গনে খেলাধুলা চালিয়ে যেতে আগ্রহী আমরা। অন্যদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমান মহামারি পরিস্থিতির কারণে এই সফর স্থগিত করা হয়েছে। আগামী  (২৩অক্টোবর)  দুই দেশের মধ্যে এই সিরিজ শুরু হওয়ার কথা ছিল।

শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কোভিড টাস্কফোর্সের নির্দেশনা অনুযায়ী বিদেশি খেলোয়াড়দের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের প্রস্তাব ছিল ১৪ দিনের পরিবর্তে খেলোয়াড়দের সাত দিনের কোয়ারেন্টাইনে রাখার। দুই দেশের ক্রিকেট বোর্ড অন্যান্য সব বিষয়ে একমত হতে পারলেও, এই বিষয়টিতে একমত হতে পারেনি শেষ পর্যন্ত।

যে কারণে বিসিবির সভাপতি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে এই সফরের সূচি পুনঃ-নির্ধারণের আহ্বান জানিয়েছেন। শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী নামাল রাজাপাকসা বলেছেন, এই মূহুর্তে খেলাধুলা চালিয়ে যাবার জন্য স্বাস্থ্য বিধি উপেক্ষায় আগ্রহী নয় কর্তৃপক্ষ।

তিনি বলেছেন, ‘আমরা খেলা এবং আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু একই সাথে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কোভিড টাস্কফোর্সের নির্দেশনা অনুসারে আমাদের স্বাস্থ্য বিধি অনুসরণ করে সেটি করতে হবে। এখন সমস্ত বিষয় এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, নির্ধারিত সময়ে এই সিরিজটি না খেলার।’

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner