1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি
আইপিএলে

আজ লড়বে দিল্লি বনাম পাঞ্জাব

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২০, ০২:৫৭ পিএম আজ লড়বে দিল্লি বনাম পাঞ্জাব
ছবি সংগৃহীত

ঢাকাঃ দর্শকশূন্য মাঠে হইহুল্লোড়ে মুখর না থাকলেও ব্যাটে-বলে দারুণ এক ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরের।

গতকাল শনিবার(১৯সেপ্টম্বর) রাতে করোনাপীড়িত আইপিএলে চার-ছক্কার ফুলঝুড়ি দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। মুম্বাই ইন্ডিয়ানসের ছোড়া ১৬৩ রানের লক্ষ্যে নেমে ৪ বল বাকি থাকতে জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস। ব্যাট কথা না বললেও উইকেটের পেছনে পুরনো রূপের মহেন্দ্র সিং ধোনিকে দেখে আপ্লুত ভারতীয়রা।

আজ রোববার (২০সেপ্টম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হচ্ছেন দুই কিংবদন্তি ক্রিকেটার। ডাগআউটে লড়বেন দুদলের হয়ে অনিল কুম্বলে ও রিকি পন্টিং। মাঠে লড়বে দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাব।

দুই কিংবদন্তি ক্রিকেটার এবার কোচের ভূমিকায় মুখোমুখি।

ম্যাচটির চুলচেরা বিশ্লেষণে নেমেছেন ক্রিকেটবোদ্ধারা। শেষ পাঁচবারের দেখায় চার বার জিতেছে পাঞ্জাব। তাই কাগজকলমে ব্যাটিংয়ে বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তার দল পাঞ্জাবকে এগিয়ে রাখছেন অনেকেই। দলে আছেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল ও তার দেশের নিকোলাস পুরান। সম্প্রতি দুরন্ত ফর্মে থাকা অস্ট্রেলীয় গ্লেন ম্যাক্সওয়েলও আছেন। ব্যাটিংয়ের দৃঢ়তায় আছেন কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। তাদের কেউ জ্বলে উঠলে রানের পাহাড় গড়া মামুলি ব্যাপার।

দিল্লি ক্যাপিটালসের হাতেও সেরা ভারতীয় ব্যাটসম্যানরা রয়েছেন। পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থের ওপর ভর করে আছে দলটির ব্যাটিং লাইনআপ। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিগহিটার শিমরন হেটমায়ার তো আছেন।

বোলিংয়ে দিক দিয়ে পাঞ্জাবকে কিছু পিছিয়ে রাখছেন বোদ্ধারা। কেননা দলটির স্পিন বিভাগ আহামরি কিছু নয়, যা তাদের ভোগাতে পারে। আফগানিস্তানের মুজিব-উর-রহমান, ভারতীয় কৃষ্ণাপ্পা গৌতম, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা রবি বিষ্ণোই দিয়েই বলে ঘূর্ণি আনতে হচ্ছে। পেস বোলিংয়ে মোহাম্মদ সামির সঙ্গী ওয়েস্ট ইন্ডিজের শেল্ডন কোট্রেল।

অন্যদিকে আমিরাতের মরুর বুকে যদি দিল্লির অশ্বিন, লেগস্পিনার অমিত মিশ্র, বাঁহাতি অক্ষর প্যাটেল, নেপালের লেগস্পিনার সন্দীপ লামিচানে কুপোকাত হতে পারে ম্যাক্সওয়েলরা। পেস আক্রমণে কাগিসো রাবাদা, কিমো পল, ইশান্ত শর্মাকে সমীহ করে খেলতে হবে ক্রিস গেইলদের।

এক নজরে দুদলের সম্ভাব্য একাদশঃ 

কিংস ইলেভেন: কেএল রাহুল, ক্রিস গেল, মায়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান/মানদীপ সিংহ, কে গৌতম, মুজিব-উর-রহমান, মোহাম্মদ সামি, ঈশান পোড়েল, রবি বিষ্ণোই।


দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শিমরন হেটমায়ার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মার্কাস স্টোইনিস/অ্যালেক্স ক্যারি, অক্ষর প্যাটেল/অমিত মিশ্র, কিমো পল, অশ্বিন, রাবাদা, ইশান্ত শর্মা।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner