
ঢাকাঃ জয় দিয়েই নেশনস লিগের মিশন শুরু করলো গেলোবারের রানার্সআপ নেদারল্যান্ডস। পোলান্ডকে ১-০ গোলে হারিয়েছে ডাচরা।
আমস্টারডামে ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে নেদারল্যান্ডস। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণদূর্গে কাঁপন ধরিয়ে দেয় ডাচরা।
ম্যাচের ২১ মিনিটে সুযোগ পেয়েও জালের ঠিকানা খুঁজে পায়নি ডাচ ফরোয়ার্ড এনটন প্রমেস।
বিরতির পর ৬১ মিনিটে তরুণ ফরোয়ার্ড স্টিভেনের দারুন গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এদিকে, পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে পোল্যান্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা।
আগামীনিউজ/জেহিন