
ঢাকাঃ মেসির আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা ছাড়ার ঘোষণার পর হাজারো কাতালান সমর্থক বিক্ষুব্ধ প্রতিবাদে মুখর। এই অবস্থার মধ্যেই আরেক ক্ষোভোৎপাদক ঘটনার জন্ম দিয়েছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান।
চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮ গোল খাওয়ার পর পরিবর্তনের জোয়ারে ভাসতে চলেছে স্প্যানিশ দৈত্যরা সেটা সবাই নিশ্চিত হয়ে গিয়েছিলেন। ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তমেউ মাত্র ৮ জন ফুটবলারকে রেখে দিয়ে বাকি সবাইকে ছাঁটাই করার ঘোষণা দেন। ছাঁটাই তালিকায় লুইস সুয়ারেজের মতো তারকার নামও ছিল।
যদিও বার্সার জার্সি গায়ে তৃতীয় সর্বাধিক ১৯৮ গোল করা সুয়ারেজ ক্লাব ছাড়ার বিষয়ে কোনো কথাই বলেননি। তবে উরুগুইয়ান স্ট্রাইকারকে ফোন দিয়ে তাকে দলে না রাখার কথাই জানিয়ে দিয়েছেন রোনাল্ড কোম্যান। মাত্র ১ মিনিটের ফোনালাপে সুয়ারেজকে তিনি সাফ জানিয়ে দেন, বার্সেলোনায় তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে! আর তাতেই কার্যত শেষ হয়ে গেছে সুয়ারেজের ন্যু ক্যাম্প অধ্যায়।
অথচ সুয়ারেজ নিজের মুখেই একসময় বলেছিলেন, সাইড বেঞ্চে বসে থাকলেও আমি প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে কোথাও যাচ্ছি না। আসলেই তিনি যাচ্ছেন না বটে; তবে তাকেই চলে যাওয়ার জন্য বলে দেয়া হয়েছে। কোম্যান যে ভাষায় সুয়ারেজের সঙ্গে কথা বলেছেন, তাতে বলাই যায় তাড়িয়ে দেয়া হচ্ছে! তাই মেসির মতো সুয়ারেজকেও বলতে হবে- বিদায় বার্সেলোনা।
আগামীনিউজ/ড্যানি