ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে খেলার জন্য তামিম ইকবালকে প্রস্তাব দিয়েছিল একটি ফ্র্যাঞ্চাইজি। তবে ভেবেচিন্তে প্রস্তাবটি ফিরিয়ে দেন খান সাহেব।
প্রস্তাব পেয়েছিলেন আরও দুই ক্রিকেটার-মাহমুদউল্লাহ রিয়াদ আর মোস্তাফিজুর রহমানও। তারাও সোজাসাপটা ‘না’ বলে দিয়েছেন।
তবে রিয়াদের ‘না’ এর কারণ ব্যক্তিগত ও পারিবারিক। পরিবারের সবার সঙ্গে কথা বলে মঙ্গলবার না খেলার সিদ্ধান্ত জানান ফ্র্যাঞ্চাইজিকে।
বুধবার বিকেলে মাহমুদউল্লাহ জানান, তাকে সিপিএলের দুই দল সেন্ট লুসিয়া ও সেন্ট কিটস প্রস্তাব দিয়েছিল। তাদের সেই প্রস্তাব দারুন ছিলো।
মাহমুদউল্লাহ রিয়াদ আরও বলেন, ‘দুই দলের সাথে কথা হচ্ছিল গত কয়েকদিন যাবৎ। গতকাল পরিবারের সাথে কথা বলেছি। পরিবার রাজি না থাকায় শেষ পর্যন্ত না করে দিতে হয়েছে।’
অন্যদিকে তারকা পেসার, কাটার মাস্টার মোস্তাফিজকেও মোটা অংকের অফার করেছিল সিপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি। তিনিও খেলতে যেতে পারবেন না, জানিয়ে দিয়েছেন।
আগামীনিউজ/অনিক/জেএফএস