ঢাকা: বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে দীর্ঘ প্রায় চার মাস পুরোপুরি বন্ধ থাকার পর অবশেষে সাউদাম্পটনের রোজ বোলে শুরু হলো ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ব্যাট-বলের লড়াই।
বুধবার (০৮ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। যেটি শেষ পর্যন্ত শুরু হয়েছে সন্ধ্যা ৭টায়। বৃষ্টির কারণে টসও হয়েছে দেরিতে। স্বাগতিক ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে।
ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডকে বাইরে রেখে একাদশ সাজিয়েছে ইংল্যান্ড। সঙ্গে সাইডলাইনে জায়গা নিতে হয়েছে ক্রিস ওকসকেও। ক্যারিবীয়রা রাহকিম কর্নওয়ালকে বাইরে রেখেছে। সঙ্গে প্রথম টেস্টে সুযোগ মেলেনি এনক্রুমা বোনার, চেমার হোল্ডার ও রেমন রেইফারের।
ইংল্যান্ড একাদশ: রোরি বার্নস, ডোমিনিক সিবলি, জো ডেনলি, জ্যাক ক্রলি, বেন স্টোকস (অধিনায়ক), ওলি পোপ, জস বাটলার (উইকেটরক্ষক), ডমিনিক বেস, জোফরা আর্চার, মার্ক উড, জেমস অ্যান্ডারসন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, ক্রেগ ব্রাথওয়েট, শামার ব্রুকস, শাই হোপ, রোস্টন চেস, জারমেইন ব্ল্যাকউড, শেন ডরিচ (উইকেটরক্ষক), জেসন হোল্ডার (অধিনায়ক), আলজারি জোসেপ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।
আগামীনিউজ/এমআর