
প্রাণঘাতী করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে জিততে পারলেন না ইতালির সাবেক অলিম্পিক অ্যাথলেট দোনাতো সাবিয়া। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে চলে গেলেন ৮০০ মিটার অলিম্পিক ফাইনালের দুবারের এই দৌড়বিদ। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান অলিম্পিক কমিটি (কোনি)। এর আগে এই করোনা ভাইরাসেই সাবিয়ার বাবা কিছুদিন আগে মারা যান।
এক বিবৃতিতে কোনি জানায়, সাবিয়া ৮০০ মিটার অলিম্পিকে দুবারের ফাইনালিস্ট ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে দক্ষিণ ইতালি অঞ্চলের বাসিলিকাতার পোতেনজায় স্যান কার্লো হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন।
সাবিয়া ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ৮০০ মিটার ফাইনাল দৌড়ে পঞ্চম হয়ে শেষ করেন। আর চার বছর পর সিউল অলিম্পিকে একই ইভেন্টের ফাইনালে সপ্তম হয়ে শেষ করেন। তিনি অবশ্য ১৯৮৪ সালে ইউরোপিয়ান ইন্ডোর চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। কোনি জানায়, অলিম্পিক ফাইনালে ওঠা প্রথম কোনো অ্যাথলেট হিসেবে করোনায় মারা গেলেন সাবিয়া।
আগামী নিউজ/ তাওসিফ